Breaking News

জন্মদিনের পার্টির নামে ডেকে এনে নাবালিকা পাচারের ছক!বড়তলা থেকে উদ্ধার ৯ নাবালিকা সহ ১১

প্রসেনজিৎ ধর, কলকাতা :-খাস কলকাতায় নাবালিকা পাচারের ছক। বড়তলা থানা এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার ৯ নাবালিকা সহ ১১ জন। লালবাজারের গোয়েন্দা বিভাগ তাদের উদ্ধার করেছে। অভিযোগ, জন্মদিনের পার্টির নাম করে নানান জায়গা থেকে তুলে আনা হয় ওই নাবালিকাদের। ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে।লালবাজার সূত্রে খবর, জন্মদিনের পার্টির নাম করে নাবালিকাদের বিভিন্ন জায়গা থেকে ডেকে আনা হয়েছিল । অভিযোগকারীদের প্রাথমিক জেরা করে জানা গিয়েছে, ওই কিশোরীদের পাচার করে দেওয়াই ছিল অভিযুক্তদের মূল উদ্দেশ্য । সূত্রের খবর, লালবাজারের গোয়েন্দা বিভাগ গোপন সূত্রে জানতে পারে যে, বড়তলা থানা এলাকার একটি বাড়িতে একাধিক নাবালিকাকে আটকে রাখা হয়েছে । খবর পেতেই বুধবার দুপুর ১২ টা নাগাদ অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিটের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায় । বাড়ি থেকে উদ্ধার হয় নয়জন নাবালিকা ও দু’জন প্রাপ্তবয়স্ক-সহ মোট ১১ জন । পুলিশের দাবি, ওই বাড়িতেই একটি নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল, যেখানে নিরীহ মেয়েদের নানা প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হত ।উদ্ধার হওয়া নাবালিকাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য । তারা জানিয়েছে, জন্মদিনের পার্টির নাম করে বিভিন্ন জায়গা থেকে তাদের নিয়ে আসা হয় । কিন্তু কোথায় নিয়ে যাওয়া হবে বা কেন তাদের ডাকা হয়েছে, সে বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি । পুলিশের সন্দেহ, এই সমস্ত নাবালিকাদের কলকাতা থেকে বাইরে পাচারের পরিকল্পনা ছিল |কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এদিন বলেন, “এটা নিঃসন্দেহে বড় সাফল্য । আমরা সময়মতো খবর পেয়ে অভিযান চালাতে সক্ষম হয়েছি বলেই এতগুলি নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়েছে । বর্তমানে ধৃতদের জেরা করা হচ্ছে । ওই নাবালিকাদের কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচার করা হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে ।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *