Breaking News

পুজোয় বাড়তি মেট্রো চালাতে প্রস্তুতি রেলের!রদবদল টাইমটেবিলেও

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মেট্রো চলাচল নিয়ে যাত্রীদের ক্ষোভ ক্রমশই বাড়ছে। অভিযোগ, সময়মতো ট্রেন পাওয়া যাচ্ছে না, আবার এলে মাঝপথে থমকে যাচ্ছে। যাত্রীদের এই সমস্যার কথা মাথায় রেখেই মেট্রো রেল কর্তৃপক্ষ এবার নতুন ব্যবস্থা নিতে চলেছে। পুজোতেও থাকছে বিশেষ মেট্রো পরিষেবা।এছাড়াও পুজোর কয়েকদিনে রদবদল করা হচ্ছে মেট্রোর টাইম টেবিলেও।মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টাইম টেবিল অনুযায়ী প্রতি দুটি ট্রেনের পর একটি রেক মহানায়ক উত্তমকুমার বা টালিগঞ্জ স্টেশনে শর্ট টার্মিনেট করবে বা রেক খালি করে দিয়ে টালিগঞ্জ থেকেই রেকটি ঘোরানো হবে। এর ফলে কবি সুভাষ স্টেশনে রেক ঘোরানোর সমস্যা দূর হবে ৷ সেই সঙ্গে সময়ও বাঁচবে অনেকটা। ডাউন লাইনের পরিষেবাও অনেকটা স্বাভাবিক হবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যে টালিগঞ্জের পুরনো কারশেডও পুনরায় চালু হয়ে যাবে। কারশেডটি ফের চালু হলে কিছু রেক সেখানেও রাখা থাকবে ৷ যাতে প্রয়োজনে কারশেড থেকে রেক নিয়ে এসে পরিষেবায় যুক্ত করা যায়। এছাড়াও, কারশেড চালু হয়ে গেলে খালি রেক নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণেও অনেকটা সুবিধা হবে বলেও মনে করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, মোট ১৩৬ টি ডাউন পরিষেবার মধ্যে ৩২ টি পরিষেবা মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত যাবে ৷ তারপর সেখান থেকে সেগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। এর ফলে দিনের ব্যস্ত সময় পাঁচ মিনিট অন্তর ট্রেন চালানো সম্ভব হবে৷একইভাবে লিন টাইম বা যখন ভিড় কম থাকবে তখন প্রতি সাত মিনিট অন্তর যাতে ট্রেন চালানো যায় তাও দেখা হচ্ছে। কতৃপক্ষের দাবি, এই পদ্ধতিতে ট্রেন চালালে প্রতিদিন আপ ও ডাউন মিলিয়ে মোট ২৭২ টি পরিষেবা দেওয়া সম্ভব হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *