প্রসেনজিৎ ধর, কলকাতা :-চাকরি হারানো গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের ঘোষিত ভাতা আপাতত কার্যকর হচ্ছে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ শুক্রবার এই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ আরও বাড়িয়ে দিলেন। নতুন নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।প্রসঙ্গত, চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যথাক্রমে ২০ হাজার ও ২৫ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । রাজ্যের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় । সেই মামলায় বিচারপতি অমৃতা সিনহা পূর্বেই রাজ্যের এই ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলেন । তিনিই আজ সেই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের সময়সীমা আরও বৃদ্ধি করলেন ৷অমৃতা সিনহা মামলার শুনানিতে প্রশ্ন তুলেছিলেন, ভাতা পাওয়ার বিনিময়ে কী দেবেন এই প্রার্থীরা ? বাড়িতে বসে তাঁরা কেন টাকা পাবেন ? রাজ্য সরকারের যুক্তি ছিল, হঠাৎ চাকরি চলে যাওয়ায় এঁদের জীবনযাপন যাতে থেমে না-যায়, সেদিকে তাকিয়েই রাজ্য সরকার এঁদের জন্য ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড সোশাল সিকিওরিটি ইন্টারিম স্কিম 2025 ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে । কিন্তু বিচারপতি অমৃতা সিনহা রাজ্যের সেই যুক্তিতে একেবারেই সন্তুষ্ট হতে পারেননি ৷ সে জন্য তিনি ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করেছিলেন । চার সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে বলা হয়েছিল রাজ্যকে । সেই মামলারই শুনানিতে এই স্থগিতাদেশের মেয়াদ এবার সামনের বছর জানুয়ারি মাস পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিল আদালত ৷
Hindustan TV Bangla Bengali News Portal