দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার বেহাল পরিস্থিতিতে এবার কন্ট্রোল রুম খুলে বসল নবান্ন। জমা জলের কারণে কোথাও সমস্যায় পড়লে জানানো যাবে সরাসরি নবান্নে। দুটি টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে তার জন্য। নম্বরগুলি হল— (০৩৩) ২২১৪ ৩৫২৬, (০৩৩) ২২৫৩ ৫১৮৫। এ ছাড়া যে্ টোল ফ্রি নম্বর দেওয়া হয়েছে, সেগুলি হল— ৮৬৯৭৯৮১০৭০ ও ১০৭০। জমা জলের কারণে যেকোনও সমস্যায় পড়লে এই নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যাবে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।কলকাতার কোথায় কোথায় জল জমে রয়েছে, তা নিয়ে আগে থেকেই সতর্ক করে রেখেছে কলকাতা ট্রাফিক পুলিশ। জল জমার ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। কোনও কোনও রাস্তায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ, আবার কোথাও কোথাও ধীরে চলছে যানবাহন। অনেক গাড়ি, বাইক, বাস জলের মধ্যে আটকে পড়ছে, এমন ঘটনাও নজরে এসেছে। ইঞ্জিনে জল ঢুকে খারাপ হয়ে গিয়েছে, এমন গাড়ির সংখ্যাও কম নয়। সব সমস্যার জন্য যোগাযোগ করা যাবে নবান্নের কন্ট্রোল রুমের সঙ্গে।
পুজোর আর দিন তিনেক বাকি। বেশ কিছু পুজো প্যান্ডেলে ইতিমধ্যেই দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। এই অবস্থায় সোমবার রাতের বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত বেশ কিছু পুজো প্যান্ডেল। উত্তর ও দক্ষিণের পুজো প্যান্ডেলের কোনওটিতে জল জমে রয়েছে তো কোনওটি আবার ভেঙে গিয়েছে। কোনও কোনও ক্ষেত্রে ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে মণ্ডপসজ্জা।হাতিবাগান নবীন পল্লীর প্যান্ডেল ভেঙে গিয়েছে। উদ্যোক্তার কথায়, এবারের পুজোয় আর কোনও বিশেষত্ব রইল না তাদের পুজোয়। হাতিবাগান সর্বজনীনের মণ্ডপের পিছনে জল জমে গিয়েছে। নলিন সরকার স্ট্রিট ও শিকদার বাগানের প্যান্ডেলও জলের তলায়। চোরবাগানের পুজোর মাঠে জল। সল্টলেক ইসি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশনের পুজোর থিম ছিল নীর বা জল। সেই জলের তলাতেই আপাতত পুজো প্যান্ডেল। অন্যদিকে উল্টোডাঙা সংগ্রামীতে হাঁটু সমান জল।ম্যাডক্স স্কোয়ার, সিংহী পার্ক সর্বজনীনের প্যান্ডেল বিপর্যস্ত। এই প্যান্ডেল উদ্বোধনের কথা ছিল স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্যান্ডেলের নিচের অংশের কাজ নষ্ট হয়ে গিয়েছে। বেহালা আদর্শপল্লীর পুজোর প্যান্ডেলের কিছু অংশ ভেঙে পড়েছে। পূর্বাচল উদয়ন সংঘের পুজোয় মণ্ডপসজ্জার রং তুলি ধুয়ে গিয়েছে সোমবারের বৃষ্টিতে। রং তুলির কাজ ফের নতুন করে করতে হচ্ছে সেখানে। যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে প্যান্ডেল ও প্রতিমা জলের তলায়।
Hindustan TV Bangla Bengali News Portal