প্রসেনজিৎ ধর, কলকাতা :-টানা ভারী বৃষ্টির জেরে যখন গোটা কলকাতা জলের তলায়, তখন বাঁশদ্রোণী এলাকা থেকে আরও ভয়ঙ্কর ঘটনা সামনে এল। ফ্ল্যাট থেকে মা ও ছেলের পচাগলা দেহ উদ্ধার হল মঙ্গলবার। পুলিশ গিয়ে পচাগলা দেহ দুটি উদ্ধার করেছে।ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত শিলা দাশগুপ্তের বয়স ৬৯, আর তাঁর ছেলে সুতীর্থ দাশগুপ্তর বয়স ৩৮।মঙ্গলবার দুপুরে ব্রহ্মপুর এলাকার ওই ফ্ল্যাট থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করে। খবর পেয়ে বাঁশদ্রোণী থানার পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। খাটের উপর মা-ছেলের দেহ মিলেছে, তাতে পচন ধরে গেছে। ঘর থেকে একাধিক ঘুমের ওষুধের খালি স্ট্রিপ উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা।
পুলিশ জানিয়েছে, দু’জনের মৃত্যু হয়েছে বেশ কয়েক দিন আগে। প্রাথমিক অনুমান, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন মা-ছেলে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে না।
মঙ্গলবার ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হতে শুরু হলে প্রতিবেশীদের সন্দেহ হয়। অ্যাপার্টমেন্টের আবাসিকরা পুলিশ ও আত্মীয়দের খবর দেন। পুলিশ আত্মীয়দের উপস্থিতিতে ঘরে ঢুকে দু’জনের মৃতদেহ উদ্ধার করেছে।দেড় বছর আগে মা ও ছেলে এই ফ্ল্যাটে কিনে ওই এলাকায় আসেন। তারপর থেকে সেখানেই থাকতেন। তবে এই মৃত্যুর কারণ নিয়ে এখনও কিছু স্পষ্ট নয়। মা-ছেলে আত্মঘাতী হয়েছেন নাকি অন্য কারও হাত রয়েছে তা খতিয়ে দেখছেন পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal