প্রসেনজিৎ ধর, কলকাতা :-ডায়মন্ড-হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হওয়ার পর থেকে উৎসব উপলক্ষে প্রত্যেক বছর দুস্থ এবং প্রবীণ মানুষদের হাতে পুজো উপহার তুলে দেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকবারের মতো এবছরও তার অন্যথা হয়নি। পুজোর বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তার আগেই সক্রিয় ভূমিকায় অভিষেক। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা রয়েছে। তার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা এবং মেটিয়াব্রুজ। এই কেন্দ্রগুলিতে প্রায় সাড়ে চার লক্ষের বেশি দুঃস্থ এবং প্রবীণ মানুষের জন্য এবার পুজো উপহার পৌঁছে দিলেন সাংসদ।পুজোর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, ‘উৎসবের উপহার পৌঁছে দেওয়া হবে সকলের বাড়িতে। দলের কর্মীরাই সেটা পৌঁছে দেবেন।’গত বছরের মতো এ বারও দলের নেতা কর্মীরা গিয়ে বাড়িতে সাংসদের উপহার পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন। দলীয় সূত্রের খবর, একটি করে বিধানসভার জন্য ৭০ হাজারের বেশি শাড়ি, ধুতি, লুঙ্গি ও গেঞ্জির সঙ্গে সাংসদের শুভেচ্ছাবার্তা লেখা কার্ড পাঠানো হয়েছে। বুধবার সকাল থেকে সেই উপহার তৃণমূলের নেতা–কর্মীরা বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছেন। প্রায় সাড়ে চার লক্ষের বেশী মানুষের কাছে এই উপহার পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তবে প্রয়োজন পড়লে উৎসবের মুখে আরও উপহার সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।সাংসদ হওয়ার পর অভিষেক পুজোর আগে উপহার সামগ্রী বিতরণের জন্য প্রত্যেক বিধানসভায় এক থেকে দু’টি করে অনুষ্ঠানের আয়োজন করতেন। সেখানেই সাংসদ তুলে দিতেন পুজো উপহার। কিন্তু দূর দূরান্ত থেকে এসে গরমের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষার সেই কষ্টের কথা মাথায় রেখে গত বছর থেকে বাড়িতে বাড়িতে পুজো উপহার পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন অভিষেক। বাড়িতে বসে উপহার পেয়ে খুশি সকলেই।
Hindustan TV Bangla Bengali News Portal