Breaking News

রবিতে রেড রোডে পুজো কার্নিভাল!দর্শকদের ফেরার কথা ভেবে বেশি রাতেও চলবে মেট্রো, দেখে নিন সময়সূচি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- পুজোয় সারারাত পরিষেবা দিয়েছে মেট্রো। এবার রবিবারও রাতে বাড়তি পরিষেবা দেবে কলকাতা মেট্রো। উপলক্ষ্য কার্নিভাল। আগামীকাল, ৫ অক্টোবর, কার্নিভাল করে প্রতিমা নিরঞ্জন হবে। রাজ্য সরকার আয়োজিত এই উৎসবে যোগ দেবেন বহু মানুষ। রাত অবধি চলে এই অনুষ্ঠান। একে একে রেড রোড ধরে বর্ণাঢ্য অনুষ্ঠান করতে করতে আসে বিভিন্ন পুজো কমিটির সদস্যরা। তা দেখতে জড়ো হন বহু মানুষ। এবার তাঁদের বাড়ি ফেরার কথা ভেবেই বিশেষ ব্যবস্থা করল মেট্রোরেল। রবিবারও অনেক রাত পর্যন্ত মিলবে ট্রেন। রবিবার পুজো কার্নিভালের মধ্য দিয়ে এ বছরের মতো শেষ হবে বাঙালির দুর্গোৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছরই রেড পুজো কার্নিভাল হয় ৷ ইতিমধ্যেই যেসব পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করবে,তাদের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷ রেড রোডে এই কার্নিভালে দেখতে বহু মানুষ ভিড় জমান। তবে কার্নিভাল দেখে বাড়ি ফেরার চিন্তা থাকবেনা দর্শনার্থীদের ৷ কারণ তাঁদের জন্য থাকছে বিশেষ মেট্রো পরিষেবা ৷ এমনটাই জানানো হয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে ৷

তাই রবিবার ব্লু ও গ্রিন লাইনে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা। স্বাভাবিক মেট্রো পরিষেবা শেষ হয়ে যাওয়ার পরেও ওই ব্লু ও গ্রিন, উভয় লাইনেই থাকছে ৬টি বিশেষ মেট্রো পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে ৩টি আপ ও ৩টি ডাউন লাইনে পরিষেবা পাওয়া যাবে ৷ প্রতি ২০ মিনিট অন্তর মিলবে একটি মেট্রো।

ব্লু লাইনে শহিদ ক্ষুদিরাম অর্থাৎ ব্রিজি স্টেশন থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ৩ মিনিট, রাত ১০টা ২৩ মিনিট এবং রাত ১০টা ৪৩ মিনিটে।

দক্ষিণেশ্বর থেকে ব্রিজিগামী মেট্রো ছাড়বে রাত ৯টা ৫৩ মিনিট , রাত ১০টা ১৩ মিনিট এবং রাত ১০টা ৩৩ মিনিটে।

গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী মেট্রো ছাড়বে রাত ১০টা ২০ মিনিট , রাত ১০টা ৪০ মিনিট এবং রাত ১১টায়।

একইভাবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো রাত ১০টা ২০ মিনিট , রাত ১০টা ৪০ মিনিট এবং রাত ১১টায় ছাড়বে।
এর ফলে বহু মানুষই নিশ্চিন্তে মেট্রো রুট ব্যবহার করে বাড়ি ফরতে পারবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *