দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা:- বৃষ্টিহীন কলকাতায় ষষ্ঠীর দিন মণ্ডপে মণ্ডপে ঢল নেমেছিল মানুষের |সপ্তমীর আকাশ কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমীর রাত থেকে বদলাবে আবহাওয়া। দশমী ও একাদশীতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে |সপ্তমী, অষ্টমীতে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আন্দামান সাগরের উপরে একটি ঘূর্ণাবত তৈরি হবে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর, অষ্টমীতে।এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগরের এলাকায় একটি নিম্নচাপ তৈরির সম্ভবনা রয়েছে ১ তারিখ অর্থাৎ নবমীর দিন। এই নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নবমী, দশমী ও একাদশীতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাদশীতে। কলকাতা সহ ১১টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।অষ্টমীতে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি হবে, তেমনই উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেরও ৫ জেলায়, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দশমীতে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাদশীতে উত্তরের সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে।হাওয়া অফিস জানিয়েছে, সোমবার উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকবে। তবে মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ হতে পারে। তবে অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
Hindustan TV Bangla Bengali News Portal