নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- কালীপুজোয় চাঁদার জুলুম খাস কলকাতায় | ২০০১ টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ, মানিকতলায় প্রতিমাসজ্জা শিল্পীকে মারধরের অভিযোগ উঠল ক্লাব সদস্যদের বিরুদ্ধে। তাঁর মাথা ফেটে গিয়েছে, পাঁচটি সেলাই পড়েছে। এই মুহূ্র্তে বেশ অসুস্থ ষাটোর্ধ্ব ওই ব্যক্তি। মানিকতলা থানায় গোটা বিষয়টি জানিয়েছে আক্রান্তের পরিবার। যদিও এনিয়ে অভিযুক্ত ক্লাব কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি|আহত পরিতোষবাবু দীর্ঘদিন ধরেই প্রতিমা তৈরির কাজ করেন। কালীপুজোর আগে যখন দিন-রাত এক করে শিল্পীরা কাজ করেন, তখনই এই হামলার শিকার তিনি। জানান, প্রতিমার সাজসজ্জার কাজ সেরে রাতে খেয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় কিছু যুবক তাঁর পথ আটকায়। দাবি করে, গতবার চাঁদা দেওয়া হয়নি, এবার তাই আগের বারের সঙ্গে এবারের টাকাও দিতে হবে।পরিতোষবাবুর অভিযোগ, হামলাকারীরা এলাকারই বাসিন্দা। মুখচেনা হলেও, তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল না। শিল্পীর ছেলে মানিকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। কালীপুজোর মুখে এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। পাড়ায় শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
Hindustan TV Bangla Bengali News Portal