প্রসেনজিৎ ধর, কলকাতা :-চলতি মাসেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমেস্টারের ফলাফল। এখন রাজ্যে উচ্চ মাধ্যমিক সেমেস্টার পদ্ধতিতে হয়। সেটারই তৃতীয় সেমেস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণির প্রথম পর্বের রেজাল্ট বেরোচ্ছে ৩১ অক্টোবর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আগেই বলা হয়েছিল ৩১ অক্টোবর রেজাল্ট বেরোবে। নির্ধারিত দিনেই ফলপ্রকাশ করতে পারছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ,এমনটাই জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।তৃতীয় সেমেস্টারের পরীক্ষা শুরু হয়েছিল ৮ সেপ্টেম্বর। আর পরীক্ষা শেষ হয় ২২ সেপ্টেম্বর। ৬ লক্ষ ৬০ হাজারের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেন। তৃতীয় এই সেমেস্টারের পরীক্ষা হয় ওএমআর শিটে। পরীক্ষা শেষের এক মাস ৯ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এদিন জানানো হয়, ৩১ অক্টোবর শিক্ষা সংসদ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবে। তবে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। দুপুর ১টা থেকে শিক্ষা সংসদের পোর্টাল এবং আরও কয়েকটি মিডিয়া পোর্টালে ফল জানা যাবে।
এই প্রথমবার দুটো সেমেস্টারের নম্বর যোগ করে উচ্চমাধ্যমিক ফল প্রকাশ করা হবে। তৃতীয় সেমেস্টার ও চতুর্থ সেমেস্টারের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রকাশ করা হবে। সেই জন্যই তৃতীয় সেমেস্টারে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। চতুর্থ সেমেস্টারের পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা। তৃতীয় সেমেস্টারে কোনও বিষয়ে পরীক্ষা না দেওয়া পরীক্ষার্থীও চতুর্থ সেমেস্টারে বসার সুযোগ পাবেন। দুই সেমেস্টারের প্রাপ্ত নম্বর যোগ করেই পাশ-ফেল নির্ধারিত হবে। ফলে তৃতীয় সেমেস্টারে পরীক্ষা খারাপ হলেও ফল ভাল করার জন্য চতুর্থ সেমেস্টারে সুযোগ পাবেন পরীক্ষার্থীরা |
Hindustan TV Bangla Bengali News Portal