দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-বিধান নগর স্টেশনে আর থামবে না আটটি ট্রেন। ২৭ অক্টোবর অর্থাৎ সোমবার থেকে এই ট্রেনগুলি থামবে না বলে জানিয়ে দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ| এর ফলে যাত্রীরা সমস্যার মুখে পড়তে পারেন। আজকের প্রতিবেদনে জানানো হল ২৭ অক্টোবর থেকে কোন কোন ট্রেন গুলি বিধান নগর স্টেশনে আর দাঁড়াবে না।
তালিকায় কোন কোন ট্রেন?
13153 শিয়ালদহ – মালদহ টাউন গৌর এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)
13154 মালদহ টাউন – শিয়ালদহ গৌর এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)
13147 শিয়ালদহ – বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)
13148 বামনহাট – শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)
13149 শিয়ালদহ – আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)
13150 আলিপুরদুয়ার – শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)
13185 শিয়ালদহ – জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস (২৭ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)
13186 জয়নগর – শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস (২৬ অক্টোবর থেকে আর দাঁড়াবে না)
এদিকে রেল সূত্রে খবর, প্রতিদিন ২১৬ জোড়া লোকাল ট্রেন বিধাননগর স্টেশনে চলাচল করে। সাধারণ দিনে শুধুমাত্র বিধাননগর স্টেশনে প্রায় ১.৭ লাখ যাত্রী যাতায়াত করেন। যার মধ্যে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়েই যাতায়াত করেন প্রায় ১ লাখের বেশি মানুষ। সূত্রের খবর সোমবার থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে।
Hindustan TV Bangla Bengali News Portal