প্রসেনজিৎ ধর, কলকাতা :- মানবপাচার মামলার তদন্তে নতুন দিক খুলল কলকাতায় |একাধিক রেস্তরাঁ ও পানশালায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শহরের বিভিন্ন অভিজাত এলাকা জুড়ে হওয়া এই অভিযানে বাজেয়াপ্ত হয়েছে কোটি টাকারও বেশি নগদ অর্থ, একাধিক দামি গাড়ি ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি|২০১৫ সালের এক মানব পাচার মামলার সূত্র ধরে শুক্রবার সকাল থেকে দক্ষিণ দমদমের এক ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, এছাড়া রাজ্যের বিভিন্ন রেস্তরাঁ, পানশালাতও তল্লাশি চলে। দীর্ঘ সময় পর উদ্ধার হয়েছে এক কোটি টাকারও বেশি। বেআইনি লেনদেন হয়েছে, এমন বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ইডির নজরে এসেছে বলে খবর।ইডির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানানো হয়েছে, শুক্রবারের অভিযানে ১.০১ কোটি টাকা নগদ, একাধিক ডিজিটাল ডিভাইস এবং দুইটি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, সন্দেহভাজনদের বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টও চিহ্নিত করা হয়েছে, যেগুলি ব্যবহার করে বিপুল পরিমাণ বেআইনি লেনদেন হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। সূত্রের দাবি, বাজেয়াপ্ত ডিভাইসগুলির মধ্যে রয়েছে মোবাইল ফোন, ল্যাপটপ, হার্ডড্রাইভ ও ডকুমেন্ট স্ক্যানার – যেগুলির মাধ্যমে পাচার সংক্রান্ত লেনদেনের তথ্য লুকোনো থাকতে পারে। উদ্ধার নথিপত্রের প্রাথমিক বিশ্লেষণেও অর্থ পাচার ও মানবপাচার, দুই ক্ষেত্রেই যোগসূত্র পাওয়া গেছে বলে জানা গেছে।
Hindustan TV Bangla Bengali News Portal