প্রসেনজিৎ ধর, কলকাতা :- সরকারি হাসপাতাল থেকে শিশু চুরির অভিযোগ। তা-ও আবার খাস কলকাতায় | সোমবার সকালে কলকাতার বিসি রায় শিশু হাসপাতালে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত মহিলার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অপহৃত শিশুটিরও খোঁজ চলছে।ভাঙড়ের কাশীপুরের বাসিন্দা মঞ্জুলা বিবি। জানা গিয়েছে, সোমবার দুপুরে পুত্রসন্তানকে নিয়ে কলকাতার শিশু হাসপাতালে আসছিলেন তরুণী। বাসে এক মহিলার সঙ্গে পরিচয় হয় তাঁর। সেখানেই কথায় কথায় মঞ্জুলাকে জানান, তিনি নাকি ওই হাসপাতালের নার্স। সরল বিশ্বাসে তা মেনে নেন তরুণী। একসঙ্গেই হাসপাতালে যান তাঁরা। পৌঁছেই ছেলেকে ডাক্তার দেখিয়ে নেন মঞ্জুলা। তখনও সঙ্গেই ছিলেন ওই মহিলা। এরপর ওষুধ কেনার সময় সন্তানকে ওই মহিলার কাছে রেখে যান বধূ। ফিরে এসে আর সন্তানের খোঁজ পাননি তিনি। উধাও বাসে পরিচয় হওয়া মহিলাও। গোটা হাসপাতাল খুঁজেও হদিশ না মেলায় গোটা বিষয়টা স্পষ্ট হয়। ঘটনার পরেই ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। অপহরণ-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। শিশুটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, হাসপাতালের সিসিটিভি খতিয়ে দেখে মহিলার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal