দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েকদিন আগেই জামিনে জেলমুক্তি ঘটেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এবার জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শর্তসাপেক্ষে আজ বুধবার তাঁর জামিন মঞ্জুর করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এর আগে ইডির মামলায় জামিন পেয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। এদিন সিবিআই মামলাতেও জামিন পেলেন। ফলে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জেলমুক্তি শুধুই সময়ের অপেক্ষা বলে মনে করছেন আইনজীবীরা।নিয়োগ দুর্নীতি মামলায় আরও অনেকের সঙ্গে নাম জড়িয়েছিল কল্যাণময়েরও। সুবীরেশ ভট্টাচার্য, এসপি সিনহারা আগে জামিন পেয়ে গেলেও তাঁর জামিন আটকে চিল। সম্প্রতি জামিন পেয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও।
এরপরই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের সপক্ষে তাঁর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় আদালতে বলেন, “সুবিরেশ ভট্টাচার্য, এসপি সিনহা, পার্থ চট্টোপাধ্যায়— এঁরা সবাই জামিন পেয়ে গিয়েছেন এই মামলায়। অথচ, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেলে রাখা হয়েছে।” সূত্রের খবর, গত সোমবারই শর্ত সাপেক্ষে কল্যাণময়ের জামিন মঞ্জুর করে দিচ্ছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ৷ আদালতে বিচারপতি বলেন, “যে সাক্ষীদের বয়ান গ্রহণ বাকি আছে, তাদের সাক্ষ নেওয়া হয়ে গেলেই জেল থেকে ছেড়ে দিতে নির্দেশ দিচ্ছি৷” যদিও সে সময় সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী আদালতে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, “এখনও একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান গ্রহণ করা হয়নি৷ আগে সাক্ষীদের বয়ান নেওয়ার কাজ শেষ হোক। না হলে সাক্ষীরা প্রভাবিত হতে পারেনছ৷” এরপরই জামিনের আবেদন স্থগিত রেখেছিলেন বিচারপতি। এদিন সেই আবেদন মঞ্জুর করা হল।
Hindustan TV Bangla Bengali News Portal