Breaking News

ঢাকার কাছে জোরাল ভূমিকম্পে মৃত একাধিক!রাজ্যের বিভিন্ন প্রান্তেও টের পাওয়া গেল কম্পন, রিখটার স্কেলে মাত্রা ৫.৫

প্রসেনজিৎ ধর :-কলকাতা সহ দক্ষিণবঙ্গ, গুয়াহাটি এবং বাংলাদেশের ঢাকা সহ বহু জায়গায় অনুভূত হল ভূমিকম্প। আজ ভারতীয় সময় সকাল ১০টা ১০ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। বাংলাদেশের নরসিংদী থেকে ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের এপিসেন্টার। এমনই জানা গিয়েছে।রাজধানী ঢাকা-সহ বিভিন্ন প্রান্তে কম্পনের ফলে রাস্তায় নেমে এসেছিলেন মানুষ। বরিশালেও কম্পন টের পাওয়া গিয়েছে। বাংলাদেশের সময় অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প হয়েছে।
বাংলাদেশে ভূমিকম্পের কারণে অন্তত ছ’জনের মৃত্যু হয়েছে। ঢাকায় মৃতের সংখ্যা তিন জন। আহত ৫০-এরও বেশি। সে দেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানিয়েছে, রাজধানী ঢাকার কসাইটুলি এলাকায় একটি বহুতলের রেলিং ভূমিকম্পের কারণে ধসে পড়ে। সেই সময় রাস্তা দিয়ে যাঁরা যাচ্ছিলেন, রেলিংয়ের ধ্বংসাবশেষ তাঁদের মাথার উপর পড়ে। মৃতদের মধ্যে এক ডাক্তারি পড়ুয়াও রয়েছেন। এ ছাড়া, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকেও ভূমিকম্পের কারণে রাস্তার ধারের দেওয়াল ধসে ১০ মাসের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
কলকাতার পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, নদিয়া ও দক্ষিণ দিনাজপুরে জোরাল কম্পন অনুভূত হয়। অফিস টাইমে ভূমিকম্প হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। বহুতল, অফিসগুলি ফাঁকা করে দেওয়া হয়। আতঙ্কে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় লোকজনকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *