দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বাংলার ‘দুয়ারে রেশন’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের জল কবেই গড়িয়েছে সুপ্রিম কোর্টে। কিন্তু তাতে বিশেষ কোনও গতি দেখা যায়নি বললেই চলে। এবার সেই মামলার শুনানি আপাতত স্থগিত করল দেশের শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। রাজ্যের পক্ষের আইনজীবীর আর্জিতে অনুমোদন দিলেন বিচারপতিরা।আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত এই মামলার শুনানি মুলতুবি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ। রাজ্যের পক্ষে সওয়ালকারী কপিল সিব্বল এবং রাকেশ দ্বিবেদীর আবেদন মেনেই ১৫ জানুয়ারি পর্যন্ত স্থগিত হল শুনানি। এদিন এজলাসে আইনজীবী কপিল সিব্বল আর্জি জানান, যেহেতু তিনি ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের শুনানির কাজে ব্যস্ত, তাই এই শুনানিটা একটু পিছিয়ে দেওয়া হোক। সিব্বলের এই আবেদনেই সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।উল্লেখ্য, ২০২১ সালে শুরু হয়েছিল এই দুয়ারে রেশন প্রকল্প। সেই থেকেই শুরু হয় রাজ্য বনাম রেশন ডিলারদের সংঘাত। বাড়ি বয়ে রেশন নিয়ে যাওয়া মোটেই সহজ নয় বলেই দাবি করেন তাঁরা। এছাড়াও, এই কাজের দরুন তৈরি হওয়া বাড়তি খরচ সামাল দেওয়া বেজায় কঠিন বলেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ একাংশের রেশন ডিলাররা।
এরপর ২০২২ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাসের ডিভিশন বেঞ্চ রাজ্য়ের ‘দুয়ারে রেশন’ প্রকল্পকে অবৈধ বলে ঘোষণা করে। পাশাপাশি, এই প্রকল্প জাতীয় খাদ্য সুরক্ষা আইনকে লঙ্ঘন করছে বলেই পর্যবেক্ষণ ছিল ডিভিশন বেঞ্চের। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেখানে মেলে স্বস্তি। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এমএম সুন্দ্রেশের বেঞ্চ কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে।
Hindustan TV Bangla Bengali News Portal