Breaking News

বরানগরের পর এবার সিঁথি!বাড়ির সামনে অটো রাখা নিয়ে বচসা, চলল গুলি

নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- খাস কলকাতায় ফের চলল গুলি| বাড়ির সামনে অটো পার্কিং করা নিয়ে বচসা। এরপরেই শূন্য গুলি চালায় এক ব্যক্তি। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে সেভেন ট্যাঙ্কের রামকৃষ্ণ শেঠ লেনে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সিঁথি থানার পুলিশ। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিঁথি থানার পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অভিযুক্ত ওই ব্যক্তি ভয় দেখাতেই লাইসেন্স থাকা বন্দুক থেকে গুলি ছুঁড়ে ছিলেন। ওই ব্যক্তির কাছে বন্দুক কোথা থেকে এসেছে, ওই অটোচালক আদৌ কোনও গ্যাং-এর সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১১ টা। অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ির সামনে একটি অটো রাখা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত। চালককে অটো সরাতে বলেন ওই ব্যক্তি। তা নিয়ে দুজনের মধ্যে তুমুল বচসা বাঁধে। এর মধ্যেই অভিযুক্ত বাড়িতে রাখা বন্দুক থেকে শূন্যে এক রাউন্ড গুলি চালান। শীতের রাত। স্বভাবতই গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। চমকে ওঠেন স্থানীয় মানুষজন। খবর পেয়েই সিঁথি থানার উচ্চপদস্থ আধিকারিকরা ছুটে আসেন। গত কয়েকদিনে শহরের একাধিক জায়গায় শুট আউটের ঘটনা ঘটেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *