প্রসেনজিৎ ধর, কলকাতা :-উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার পরীক্ষার (চূড়ান্ত পর্যায়) উত্তরপত্রে পরীক্ষার্থীরা যেখানে লেখা শেষ করবেন, সেখানে পরীক্ষক বা ইনভিজিলেটরের সই বাধ্যতামূলক করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এর পাশাপাশি উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমেস্টারে পরীক্ষার্থীদের বাড়তি কোনও পাতা অর্থাৎ লুজ শিট দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে সংসদ। পরীক্ষার্থীরা সংসদের দেওয়া উত্তরপত্রের যে পাতায় লেখা শেষ করবেন, তার একেবারে নিচে পরীক্ষক বা ইনভিজিলেটর সই করবেন। প্রত্যেক পরীক্ষার্থীর প্রতিটি বিষয়ের খাতায় এই স্বাক্ষর বাধ্যতামূলক করা হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “এ বছর থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে। যাকে বলা হয় ‘এন্ড অফ লাইন’। ইনভিজিলেটর-এর সই থাকা মানেই এরপর আর কোনও লেখা নেই। আইনি জটিলতার কারণেই এই পদক্ষেপ।”তবে সংসদ সূত্রে খবর, এই সিদ্ধান্ত এখনও নির্ভর করছে চূড়ান্ত অনুমতির উপর। সে জন্য প্রস্তাব পাঠানো হয়েছে বিকাশ ভবনে।উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বড়সড় রদবদল। চতুর্থ সেমিস্টারের (সাপ্লিমেন্টারি) পরীক্ষার সময়ে ছাড় দেবেন কর্তৃপক্ষ। এই বিষয়ে জানানো হয়েছে, পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের আগেই শিক্ষা সংসদের তরফ থেকে দেওয়া হবে ওএমআরশিট ও প্রশ্নপত্র।
সম্প্রতি শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার। সেখানে বেশ কিছু বিষয় পরীক্ষা দিতে গিয়ে সময়ের অভাবে হচ্ছে বলে অভিযোগ করেছিল পড়ুয়ারা।মূলত হিসাবশাস্ত্র, রসায়ন ও অঙ্ক পরীক্ষাতেই সমস্যার মুখোমুখি হয়েছিল তারা। দাবি উঠেছিল, কিছু বিষয়ে অতিরিক্ত সময় দেওয়ার। তারই প্রেক্ষিতে ১০ মিনিট অতিরিক্ত সময় পরীক্ষার সময় দেওয়ার ব্যবস্থা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
Hindustan TV Bangla Bengali News Portal