নিজস্ব সংবাদদাতা :- পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের মামলায় তিন আসামির সাজা ঘোষণা করল আদালত। বুধবার সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত, অমিত পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ব্যারাকপুর মহকুমা আদালত। পাশাপাশি ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে তাঁদের।অমিত পণ্ডিত, সঞ্জীব পণ্ডিত, জিয়ারুল মণ্ডলকে যাবজ্জীবন সাজা শোনাল হল। সোমবার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছিল আদালত। ঘটনার সাড়ে তিন বছর পর এই সাজা শোনানো হল। রায় শুনে স্বস্তিতে অনুপম দত্তের স্ত্রী। ২০২২ সালে ১৩ মার্চের ঘটনা। বাড়ির অদূরে আগরপাড়া স্টেশন রোডে দাঁড়িয়ে ছিলেন পানিহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত। স্কুটারে ওঠার আগের মুহূর্তেই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি লাগে তাঁর মাথার নীচে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অনুপমকে মৃত বলে ঘোষণা করেন।সেই রাতেই তদন্ত চালিয়ে অমিত নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করা হয় সঞ্জীব ও জিয়াউলকে। বাপি নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। কিন্তু পরে তিনি জামিনে ছাড়া পান। যদিও সে সময়ে বাপি বলেছিলেন, তাঁকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। কিন্তু এর পিছনে রাজনৈতিক নেতারা জড়িত। এই ঘটনায় দোষী সাব্যস্ত হন অমিত পন্ডিত, সঞ্জীব পন্ডিত, জিয়াউল মন্ডল । বুধবার তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।
Hindustan TV Bangla Bengali News Portal