Breaking News

খসড়া তালিকায় নাম আছে, তবুও অসুস্থ কবি জয় গোস্বামীকে হিয়ারিং-এর জন্য ডাক! ‘এই হেনস্থার মানে কী?’প্রশ্ন ক্ষুব্ধ স্ত্রী-কন্যার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসআইআর চলছে রাজ্যে। এনুমারেশন ফর্ম জমার পর্ব পেরিয়ে এখন চলছে হিয়ারিং পর্ব। ইতিমধ্যেই এই হিয়ারিং পর্ব নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা, শুনানি নিয়ে ‘চরম হেনস্থা’র অভিযোগ তুলেছেন। এবার এই হিয়ারিং পর্ব নিয়েই শোরগোল। কারণ, খসড়া তালিকায় নাম থাকার পরেও, আচমকা ফোন করে শুনানির জন্য ডাকা হয়েছে বিশিষ্ট কবি, সাহিত্যিক জয় গোস্বামীকে। বিশিষ্ট কবি, সাহিত্যিক জয় গোস্বামীকে এই হেনস্থার প্রতিবাদ করলেন তাঁর স্ত্রী।জয় গোস্বামীর স্ত্রী কাবেরী গোস্বামীকে ফোন করে জানানো হয়, হিয়ারিং-এ আসতে হবে। জয় গোস্বামী, তাঁর স্ত্রী কাবেরী এবং তাঁদের মেয়ে দেবত্রী এনুমারেশন ফর্ম জমা দেন নিয়ম মেনে। এমনকী খসড়া তালিকায় নামও ছিল। তার পরও আচমকা ফোন পান। তবে তিনি বিএলও-কে স্পষ্ট জানিয়ে দেন, অসুস্থ জয় গোস্বামীকে নিয়ে হিয়ারিং-এ যাওয়া কোনওভাবেই সম্ভব নয়। এখন দেখার, এরপর কী করতে হয়! আর তা নিয়ে রীতিমতো টেনশনে আছে জয় গোস্বামীর গোটা পরিবার |মাসখানেক আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জয় গোস্বামী । প্রস্রাবের সমস্যা ছিল তাঁর। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছিল, এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি কবি। তার পরও তাঁকে হিয়ারিং-এ ডেকে পাঠানোয় শুরু হয়েছে প্রবল বিতর্ক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *