দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন বিচারপতি সুজয় পাল। এতদিন তিনি এই পদে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ করছিলেন। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁর নামেই চূড়ান্ত সিলমোহর পড়ে।কলকাতা হাইকোর্টের বিচারব্যবস্থার এই পরিবর্তন শুরু হয় ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। তৎকালীন প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানমের অবসরের পর পদটি শূন্য হয়। সেই সময় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বিচারপতি সৌমেন সেন। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইন মন্ত্রক। তবে সুপ্রিম কোর্টের কলেজিয়াম পরবর্তীতে বিচারপতি সৌমেন সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বদলির সুপারিশ করলে, সেই দায়িত্বভার অর্পিত হয় বিচারপতি সুজয় পালের উপর। ৯ জানুয়ারি, ২০২৬ তারিখে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠকে চূড়ান্তভাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁর নামই মনোনীত করা হয়।বিচারপতি পালের জন্ম প্রবাসী বাঙালি পরিবারে। ছোটবেলা কেটেছে মধ্যপ্রদেশে| সেখানেই এল এস ঝা মডেল স্কুলে পড়াশোনা। পরে জব্বলপুরের রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করে এলএলবি ডিগ্রি পান|দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করার পর ২০১১ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের জব্বলপুর বেঞ্চে বিচারক হিসেবে নিযুক্ত হন বিচারপতি পাল। পরবর্তীতে তাঁর ছেলে মধ্যপ্রদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করায় তাঁকে তেলঙ্গানা হাইকোর্টে বদলি করা হয়। চলতি বছরের ২৬ মে, বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি সুজয় পালকে কলকাতা হাইকোর্টে বদলির সুপারিশ করে।
Hindustan TV Bangla Bengali News Portal