Breaking News

আজ থেকে ১০ মিনিটে ডেলিভারি আর নয়!কেন্দ্রের হস্তক্ষেপে নিয়ম বদল ব্লিঙ্কিটের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ডেলিভারি পার্সনদের সুরক্ষায় গুরুত্ব কেন্দ্রের, আর নয় ১০ মিনিটে ডেলিভারি, সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। ফুড ডেলিভারি সংস্থাগুলির কাছে চলে গিয়েছে কেন্দ্রের নির্দেশ। ইতিমধ্যেই ১০ মিনিটে ডেলিভারি বন্ধ করেছে ব্লিঙ্কিট।সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য বিভিন্ন ফুড ডেলিভারি ও কুইক কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় মন্ত্রী কোম্পানিগুলিকে নির্দেশ দিয়েছেন যে, তাদের ব্র্যান্ডিং বা প্রচারের কাজে যেন নির্দিষ্ট কোনও ‘ডেলিভারি টাইম লিমিট’ ব্যবহার না করা হয়। ব্র্যান্ডিংয়ে নির্দিষ্ট সময়সীমার প্রতিশ্রুতি থাকলে তা ডেলিভারি কর্মীদের ওপর চাপ বাড়াতে পারে, যা তাদের নিরাপত্তার ঝুঁকি বাড়ায়। যদিও কোম্পানিগুলি দাবি করে থাকে যে দ্রুত ডেলিভারি ‘স্পিড ড্রাইভিং’-এর উপর নির্ভর করে না, বরং গোডাউন ও ডার্ক স্টোরের কাছাকাছি ডেলিভারি নেটওয়ার্কের ডিজাইনের ফলে সময় কম লাগে। তবুও শ্রম মন্ত্রকের মতে, এমন প্রতিশ্রুতি বিপজ্জনক মানসিকতার হার বাড়াতে পারে। গত বছর ২৫ ডিসেম্বর দেশের সমস্ত বড় শহরগুলিতেও ধর্মঘটেও যেতে দেখা যায় গিগ ওয়ার্কারদের একটা বড় অংশকে। ৩১ ডিসেম্বরেও সেই ধর্মঘটের পুনরাবৃত্তি দেখা যায়। তারপরই সরকার নড়েচড়ে বসে। এরইমধ্যে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়ার মধ্যস্থতা ব্লিঙ্কিট, জেপটোর মতো সংস্থাগুলি সিদ্ধান্ত নিয়েছে ১০ মিনিটে ডেলিভারি তুলে নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *