Breaking News

রবিবার কলকাতা পুলিশের হাফ ম্যারাথন! বন্ধ বেশ কিছু রাস্তা, কোনগুলি দেখে নিন

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী রবিবার কলকাতা পুলিশের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বহুল প্রতীক্ষিত হাফ ম্যারাথন প্রতিযোগিতা| এই ম্যারাথন ঘিরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বড়সড় নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ভোর থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় কার্যত বদলে যাবে ট্রাফিক রুট। ফলে নিত্যযাত্রী থেকে শুরু করে অফিসযাত্রী, সকলেরই আগে থেকে রুট পরিকল্পনা করে বেরোনো প্রয়োজন।রবিবার ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নীচের রাস্তাগুলিতে কোনও ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না— আর আর অ্যাভিনিউ, এজেসি বোস রোড (হেস্টিংস ক্রসিং থেকে মল্লিকবাজার), খিদিরপুর রোড, এসপ্ল্যানেড, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড, মেয়ো রোড এই সময়ের মধ্যে এই রাস্তাগুলিতে শুধুমাত্র জরুরি পরিষেবার গাড়ি চলাচলের অনুমতি দেওয়া হবে।রবিবার ভোর চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত শহরের নিম্নলিখিত রাস্তাগুলিতে যান চলাচল সম্পূর্ণ বা আংশিক নিয়ন্ত্রিত থাকবে খিদিরপুর রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, লাভার্স লেন, কুইনস ওয়ে, হসপিটাল রোড, আর আর অ্যাভিনিউ, এজেসি ফ্লাইওভার, মা ফ্লাইওভার, এসপ্ল্যানেড, ঘোড়া পাস, মেয়ো রোড, শেক্সপিয়র সরণি, সার্কাস অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড, আউট্রাম রোড এই সমস্ত এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *