প্রসেনজিৎ ধর, কলকাতা :-বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর আবার কলকাতায় অগ্নিকাণ্ড। এ বার ঘটনাস্থল বড়বাজার। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ বড়বাজারের বনফিল্ড লেনে রাসায়নিকের একটি গুদামে আগুন লাগে। তিনতলা ওই ভবনের নীচের তলায় আগুন লেগেছিল বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে দমকলের ছ’টি ইঞ্জিন।রাসায়নিকের গুদাম হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় সংলগ্ন দোকানগুলিতেও। স্থানীয়দের দাবি, আগুনের সঙ্গে সঙ্গে বিষাক্ত গ্যাসও ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ফোম ব্যবহার করে আগুন নেভানোর কাজ করেন দমকলকর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটে নাগাদ গুদামটি থেকে কালো ধোঁয়া বেরতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। গুদামটিতে প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথমে দু’টি ইঞ্জিন গেলেও, পরে সংখ্যা বাড়ে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। এখন আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। রাসায়নিক পদার্থ থাকায় জলের বদলে ফোম ব্যবহার করে আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা। মুখে অক্সিজেন মাক্স লাগিয়ে কাজ করেন তাঁরা।কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়| ঘটনায় হতাহতের কোনও খবর নেই। কী করে আগুন লাগ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রথমে বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকলকর্মীরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। টানা দু’দিনের এই অগ্নিকাণ্ডে শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Hindustan TV Bangla Bengali News Portal