Breaking News

নির্বাচনের আগে মেট্রো ডেয়ারি মামলায় আরও সক্রিয় ইডি, নোটিস পাঠিয়ে তলব রাজ্যের আরেক আমলাকে

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মেট্রো ডেয়ারি হস্তান্তর সংক্রান্ত মামলায় এবার বিপি গোপালিকাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট| রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রকের সচিব পদে ছিলেন তিনি | সংশ্লিষ্ট দফতরের মাধ্যমেই মেট্রো ডেয়ারি হস্তান্তরের প্রক্রিয়া হয়েছিল | তাই এই মামলায় তাঁকে জেরা করতে চায় ইডি বলে সূত্রের খবর | আগামী ২৪ মার্চ তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে | এছাড়া এই মামলায় নোটিস দেওয়া হয়েছে আরও দুই আইএএস এইচপি দ্বিবেদীকে ও রাজীব কুমারকে| ২০১৭ থেকে এই মামলার তদন্ত করছে ইডি |

কংগ্রেস নেতা অধীর চৌধুরীর করা মমালার ভিত্তিতেই তদন্ত শুরু হয় | তাঁর দাবি ছিল, সংস্থাটিকে সুবিধা করে দিতেই সরকারি প্রকল্পের বিপুল ক্ষতি করেছে রাজ্য সরকার | ইডি সূত্রে খবর, বিপি গোপালিকার কাছে জানতে চাওয়া হবে, কেন শেয়ার কেনার সময় একমাত্র কেভেন্টার্সই ছিল | সাধারণত, যে সংস্থা বেশি টাকা দেয় তাদেরকেই শেয়ার হস্তান্তর করা হয় | কিন্তু এ ক্ষেত্রে শুধুমাত্র কেভেন্টার্সই ছিল | এই হস্তান্তরের জন্য কোনও রাজনৈতিক চাপ বা কোনও প্রভাবশালী ব্যক্তির চাপ ছিল কিনা, তা খতিয়ে দেখা হবে|এবার প্রাণিসম্পদ বিকাশ দফতরের প্রাক্তন সচিব তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম পছন্দের আরেক আইএএস-কে নোটিস পাঠিয়ে ফের রাজ্য প্রশাসনের একাংশের সমালোচনার মুখে পড়ল ইডি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *