প্রসেনজিৎ ধর, হুগলি:- প্রবীর ঘোষালের জন্য তৃণমূল ছেড়েছিলেন, এইবার প্রবীর ঘোষালের জন্যে বিজেপি ছেড়ে ভারতীয় জন সংঘ-তে যোগদান করেছেন,সোমবার উত্তরপাড়া বিধানসভার ভারতীয় জন সংঘ পার্টির প্রার্থী রঞ্জন মুখার্জি নিজের মনোনয়ন পত্র জমা দিয়ে এমনই অভিযোগ করলেন | রঞ্জন মুখার্জি সোমবার নিজের মনোনয়ন পত্র জমা দিলেন শ্রীরামপুরে|এই রঞ্জন মুখার্জি বিগত দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আদর্শে তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক ছিলেন | পরবর্তীকালে ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদির উন্নয়ন দেখে তিনি বিজেপিতে যোগদান করেন ২০১৯ সালে | তৃণমূল ছাড়ার পরে তিনি বলেন আমি তৃণমূল ছেড়েছি কারণ তখন স্থানীয় তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল দলের মধ্যে বিভাজনের সৃষ্টি করছিলেন বলে অভিযোগ তাঁর |
প্রসঙ্গত, রঞ্জন মুখার্জি ২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন | কিন্তু ৫ দিন আগে বিজেপি ছাড়েন রঞ্জন মুখার্জি | বিজেপি ছেড়ে রঞ্জন মুখার্জি জানান প্রবীর ঘোষাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে | প্রবীর ঘোষালের বিরুদ্ধে তাঁর অভিযোগ,তৃণমূলে বিভাজন সৃষ্টি করে রাজনীতি নষ্ট করছিলেন | এমনকি কোন্নগরে দল নষ্ট করছিলেন |সেই প্রবীর ঘোষালের বিজেপিতে যোগদান মেনে নিতে পারেননি রঞ্জন | তাই এবার বিজেপি ছেড়ে ভারতীয় জন সংঘে যোগদান করেন তিনি | নতুন দলে যোগদান করে বিস্ফোরক রঞ্জন মুখার্জি বলেন, তিনি প্রবীর ঘোষালের থেকে একটি হলেও বেশি ভোট পাবো ভারতীয় জন সংঘের প্রার্থী হিসাবে |
প্রবীর ঘোষালকে এলাকার মানুষ পছন্দ করেন না বলেও দাবি তাঁর | যারা সত্যিকারের রাজনীতি করে তারা প্রবীর ঘোষালকে পছন্দ করে না বলেও দাবি তাঁর | বিধানসভা নির্বাচনে তাঁর প্রধান প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী কাঞ্চন মল্লিককে মনে করেন বলে জানান রঞ্জন | উত্তরপাড়া বিধানসভায় বিজেপির প্রার্থী প্রবীর ঘোষালকে তাঁর কোনও পতিপক্ষ হিসাবে ধরতেই চান না তিনি | এলাকার ভূমিপুত্র হিসাবে নিজেকে তুলে ধরে তিনি বলেন, যারা নিয়ত দলবদল করছে নিজেদের আখের গোছানোর স্বার্থে তাঁদের ভোট না দেওয়ার কথা বার্তাও দেন তিনি | এখন বিধানসভা নির্বাচনে এই উত্তরপাড়ায় কে কাকে টক্কর দেয় তার উত্তর মিলবে ২ রা মে ভোটবাক্সে |