দেবরীনা মণ্ডল সাহা :- অবশেষে অপেক্ষার অবসান | আজ দেশে করোনার টিকাকরণ কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী |ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বের বৃহত্তম টিকাকরণ প্রকল্পের উদ্বোধন করে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভ্যাকসিন তৈরি হতে অনেক সময় লাগে | কিন্তু দেশের বৈজ্ঞানিকরা দিন-রাত এক করে পরিশ্রম করেছেন | ওঁদের প্রশংসা প্রাপ্য | ৩ কোটি স্বাস্থ্যকর্মীকে ভারত সরকার বিনামূল্যে টিকা দেবে। করোনা বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া কর্মীদের আগে টিকা দিয়ে দেশ ঋণ শোধ করবে। দ্বিতীয় দফায় ৩০ কোটি মানুষ টিকা পাবেন। ধীরে ধীরে সব দেশবাসীকেই টিকা দেওয়া হবে।” প্রথমে ৩০০৬ সেন্টারে টিকা দেওয়া হবে সব রাজ্য মিলিয়ে | মোট তিন লাখ মানুষ প্রথম দিনের টিকা নেবেন বলে জানা যাচ্ছে | প্রাথমিক ভাবে তিন কোটি স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের টিকা দেওয়া হবে। সেন্টার পিছু ১০০ জনকে টিকা দেওয়া হবে প্রাথমিক ভাবে |

ভারত এখনও পর্যন্ত দুটি টিকাকে ছাড়পত্র দিয়েছে | সেগুলি হল সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন | সেন্টারের সংখ্যা প্রয়োজনে বাড়াতে পারে সংশ্লিষ্ট জেলা প্রশাসন | সেই মতো গোটা দেশে বণ্টন করা হয় ভ্যাকসিন | দিন কয়েক আগেই বাংলাতেও প্রায় সাত লক্ষ করোনা প্রতিষেধক ভ্যাকসিন এসে পৌঁছায় | গোটা দেশের সঙ্গেই পশ্চিমবঙ্গেও আজ শুরু হয়েছে টিকাকরণের কাজ | রাজ্যে মোট ২১২টি ভ্যাকসিনেশন সেন্টার করা হয়েছে | তার মধ্যে কলকাতায় রয়েছে ১৯টি | অবশেষে করোনার শেষের শুরু হল |
Hindustan TV Bangla Bengali News Portal