রাকেশ চক্রবর্তী, রিষড়া :- ভোট শেষ হতেই বিস্ফোরক দাবি হুগলি জেলার রিষড়ার তৃণমূলের সহ সভাপতি হর্ষপ্রসাদ ব্যানার্জীর| রদবদল করে পৌরসভার ভোটে ঝাঁপাবো বলেই জানান তিনি | তিনি আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে বলেন, যে অসহিষ্ণুতার রাজনীতি মোদি-অমিত শাহরা করছিলেন তা বাংলার সংস্কৃতি নয় | বাংলার বুকে যে গদ্দার, মীরজাফরদের যে কোনও জায়গা নেই তা আজ প্রমাণিত | তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে জনপ্রিয় ফুটবলার মারাদোনার সাথে তুলনা করে বললেন মারাদোনা যদি একদিকে থাকে আর বড় বড় প্লেয়াররা অন্যদিকে থাকে মারাদোনা যেদিকে থাকবে তিনিই জিতবেন এটাই তো স্বাভাবিক|
আমরা আত্মবিশ্বাসী ছিলাম মুখ্যমন্ত্রী আবার ক্ষমতায় আসবেন | হর্ষপ্রসাদ ব্যানার্জী আরও বলেন,খড়কুটোর মত বিজেপি উড়ে গেল| কারণ দলবদলু নেতাদের কোনও সামাজিক মর্যাদা নেই তা সাধারণ মানুষ বুঝে গেছে বলে দাবি তাঁর | তিনি আরও বলেন রিষড়া পুরসভার প্রায় ১৫ তা ওয়ার্ডে আমরা লিড পেয়েছি, কল্যাণদার নেতৃত্বে আমরা খেটেছি | যে যে জায়গায় হেরে গেছি সেখানে সংগঠনিক দিক দিয়ে সমস্যা আছে বলেও মনে করেন তিনি|তা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি | ২৩ টা ওয়ার্ড এ ১৫ টায় লিড নিয়েছি যে ৮ টায় পারিনি সেখানে কিছু সাংগঠনিক রডবদল করলে পুরসভার ভোটে কমপক্ষে ২০ টা সিট নিয়ে কল্যাণদার নেতৃত্বে বোর্ড গঠন করতে পারবো বলে আশাবাদী হর্ষপ্রসাদ ব্যানার্জী|