প্রসেনজিৎ ধর :- তৃতীয়বার মমতার মন্ত্রীসভায় তথ্য-সংস্কৃতি থেকে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিভাগে প্রত্যাবর্তন হয়েছে ব্রাত্য বসুর | দমদমের তিনবারের বিধায়ক তিনি |এসবের মাঝেই একটি রাজনৈতিক ছবি তৈরি করতে চলেছেন ‘মন্ত্রীমশাই’ | তবে এবারের সিনেমার গল্প বাস্তব চরিত্রকে কেন্দ্র করে | তাও আবার এক কুখ্যাত অপরাধীর জীবনের নানা কর্মকাণ্ড নিয়ে পরিচালক ব্রাত্য সাজিয়েছেন তাঁর আগামী ছবির প্রেক্ষাপট |
ক্রাইম-কমেডির মিশেলে একেবারে ভিন্ন স্বাদের গল্প | নামও ঠিক করে ফেলেছেন ছবির ‘হুব্বা’ | যেমন নাম, সিনেমার গল্পও এই হুব্বাকে ঘিরে | যে কিনা নব্বইয়ের দশকের কুখ্যাত গ্যাংস্টার ছিলেন | গোটা হুগলি জেলা যার নামে কাঁপত | খুন-জখম, ড্রাগ পাচার ইত্যাদি নানা অপরাধজনিত কাজের সঙ্গে যুক্ত ছিল হুব্বা | পুরো নাম হুব্বা শ্যামল, যাকে কিনা ‘হুগলির দাউদ ইব্রাহিম’ও বলা হত | অজস্র পুলিশ কেস ছিল তার বিরুদ্ধে | তার এক নম্বর অনুগামী ছিলো রমেশ মাহাতো যদিও এখন সেই রমেশ মাহাতো আলাদা টিম করে এলাকায় কাজ করছেন | হুব্বার ছায়াসঙ্গী এখন জেলে | ২০১১ সালে সেই হুব্বা শ্যামলের লাশ-ই ভেসে ওঠে বৈদ্যবাটির খালে | সেই ‘হুগলির দাউদ’-এর নানা কর্মকাণ্ড নিয়েই গল্প সাজিয়েছেন ব্রাত্য |
এই ছবিতে অভিনয় করবেন নুসরত জাহান, আবির চট্টোপাধ্যায়, মধুরিমা বসাক, অর্ণ মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, পৌলোমী বসু এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম |ডিকশনারি’র পর ফের ব্রাত্য বসুর ছবিতে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় ও নুসরত জাহান জুটিকে | সদ্য যে ছবি নেপালের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গৌতম বুদ্ধ’ পুরস্কারে সম্মানিত হয়েছে |