প্রসেনজিৎ ধর, কলকাতা :- এবার করোনা ভাইরাসে এবার আক্রান্ত বিজেপির শীর্ষ নেতা মুকুল রায় | করোনাতে ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে সল্টলেকের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি | শুধু মুকুল রায়ই নয় তাঁর স্ত্রী কৃষ্ণা রায়েরও করোনা হয়েছে | শারীরিক অবস্থার অবনতির জন্য তাঁকে অবশ্য সল্টলেকের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে | ভোট আবহে করোনা আক্রান্ত হয়েছেন একের পর এক রাজনৈতিক নেতা-নেত্রী | আর এবার ভোট মিটে যাওয়ার পর করোনা আক্রান্ত হলেন বিজেপি নেতা তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় | কয়েক দিন আগেই বিধায়ক হিসেবে শপথ নিতে তিনি এসেছিলেন বিধানসভায় | গত সোমবার বিজেপি বিধায়কদলের বৈঠকে হাজির ছিলেন তিনি | সেদিন শেষবারের মতো প্রকাশ্যে দেখা গিয়েছিল তাঁকে| মুকুল রায়ের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার অসুস্থ বোধ করার কারণে এবং করোনার বেশ কিছু উপসর্গ লক্ষ্য করার পরে নিজের ও স্ত্রীর করোনা পরীক্ষা করান বর্ষীয়ান নেতা | আর তাতেই দুজনের রিপোর্ট পজিটিভ আসে | এরপর রিপোর্ট পজিটিভ আসতেই বাড়িতে নিজেকে আইসোলেট করে নেন মুকুল রায় | মুকুল রায় নিজে শারীরিকভাবে স্থিতিশীল থাকলেও তাঁর স্ত্রী কৃষ্ণা রায় গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয় | মুকুল রায় করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গেই রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে | মুকুল অনুরাগীরাও দাদার সুস্থতা কামনা করে ইতিমধ্যেই পুজো-যজ্ঞ শুরু করে দিয়েছেন |