প্রসেনজিৎ ধর, হুগলি :- করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল রাজ্য| হু হু করে বাড়ছে সংক্রমণ | সেই সঙ্গে অক্সিজেন কিংবা হাসপাতালে বেড পাওয়ার মতো নানা বিষয়ে প্রবল সমস্যায় পড়তে হচ্ছে আক্রান্তদের | করোনার এই লড়াইয়ে উজ্জ্বল এক উদাহরণ হুগলির উত্তরপাড়ার কোতরং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড-এর যুব তৃণমূল নেতা পাপ্পু সিং যিনি কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছালাল যাদব ঘনিষ্ঠ | সেই পাপ্পু সিং দিন-রাত এক করে কোভিড আক্রান্ত পরিবারদের পাশে দাঁড়াচ্ছেন|রোগীর সংখ্যা যখন ক্রমশ বাড়ছে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু বেডের যখন আকাল দেখা দিচ্ছে ঠিক তখনই সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন এই যুব তৃণমূল নেতা| কখনও কোভিড আক্রান্ত পরিবারের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন, আবার কখনও পৌঁছে দিচ্ছেন খাবার, আবার কখনও করোনার প্রয়োজনীয় ওষুধ নিয়ে হাজির হচ্ছেন আক্রান্ত পরিবারের পাশে |
এইভাবে প্রতিদিন করোনা আক্রান্ত পরিবারের পাশে হাত বাড়িয়ে দিয়েছেন এই যুব তৃণমূল নেতা পাপ্পু সিং | পাপ্পু সিং একা নন এলাকায় পাপ্পু সিং এর যারা অনুগামী তাঁরাও এই কাজে তাঁকে সহযোগিতা করছেন | দিন নেই রাত নেই এলাকায় কোভিড আক্রান্তদের যখন যার সাহায্য-এর দরকার পাপ্পু সিং এবং তাঁর অনুগামীরা পৌঁছে যাচ্ছেন তাঁদের অসুবিধা দূর করতে |