প্রসেনজিৎ ধর, হুগলি :- দেশজুড়ে লাগাতার বাড়ছে কোভিড সংক্রমণের হার | বাংলাতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা | দেশজুড়ে তৈরি হয়েছে অক্সিজেন সংকট | অক্সিজেনের অভাবে প্রাণ হারাচ্ছেন করোনা আক্রান্ত রোগীরা| আর এবার অক্সিজেনের অভাবে যাতে কোনও করোনা রোগীর মৃত্যু না হয়, সেই বিষয়েই নয়া সামাজিক উদ্যোগ নিল হুগলির উত্তরপাড়া প্রেরণা ক্লাবের সদস্যরা |
এলাকার করোনা আক্রান্ত মানুষের সেবায় অক্সিজেন, অক্সিমিটার থেকে খাবার নিয়ে হাজির হচ্ছেন ওই ক্লাবের সদস্যরা | করোনা আক্রান্ত রোগীর বাড়ির দরজায় হাজির হয়ে যাচ্ছে ক্লাব সদস্যরা | অক্সিজেন সরবরাহ করার জন্যে শুধু রিফিলিং চার্জ নেওয়া হচ্ছে|তবে যে সমস্ত রোগী দুঃস্থ তাঁদের কাছ রিফিলিং চার্জও নেওয়া হচ্ছে না | ক্লাবের সদস্যরা জানালেন প্রতিদিন প্রায় ৭-৮ জন রোগীর বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়া হচ্ছে | সপ্তাহে ৫০-৬০ জন পরিষেবা দেওয়া হচ্ছে |
শুধু অক্সিজেন সিলিন্ডার নয় কোনও পরিবারের সবাই আক্রান্ত হলে কিংবা কেউ বেরোতে না পারলে ওষুধের প্রেসক্রিপশন দিলে ওষুধ এমনকি খাবারও পৌঁছে দিচ্ছে ক্লাবের সদস্যরা|