প্রসেনজিৎ ধর, কলকাতা :- ফের সন্দেহভাজন দুই যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ | লেকটাউন শ্রীভূমি থেকে সন্দেহভাজন দুই যুবককে গ্রেফতার করল পুলিশ ধৃতদের কাছ থেকে আধার কার্ড ও তিনটি ব্যাঙ্কের পাসবুক উদ্ধার করেছে লেকটাউন থানার পুলিশ | ধৃতদের রবিবার বিধানননগর মহকুমা আদালতে তোলা হবে | প্রসঙ্গত, এই এলাকায় রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়ি | পুলিশ সূত্রে খবর, গত তিন চারদিন ধরে শ্রীভূমি এলাকায় দুই অপরিচিত যুবককে ঘোরাফেরা করতে দেখছিলেন স্থানীয়রা | তাদের আচরণই বেশ সন্দেহজনক মনে হয়েছিল | স্থানীয় মানুষজন প্রশাসনকে বিষয়টি জানায়। তারপরই দু’জনের উপর নজরদারি শুরু হয় | শনিবার রাতেই রাজারহাটের লাঙ্গলপোতা ইটভাটা এলাকা থেকে আরিফুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ | তার বয়স বছর ছাব্বিশ | পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরিফুল ইসলাম ওই এলাকায় নিজের নাম বদলে অর্জুন পাল নামে থাকতেন | সেই নাম ভাঁড়িয়ে জাল আধার কার্ডও তৈরি করেন | শুধু তাই নয়, লেকটাউন থানা এলাকায় তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলেছিলেন তিনি | তাঁর আসল বাড়ি বাংলাদেশের যশোরের বেনাপুর থানা এলাকায় | এরপরই পুলিশ আরিফুলকে জেরা করতেই মণি গাজী নামে অপর যুবকের খোঁজ মেলে | তাঁকেও গ্রেফতার করা হয়েছে | কী কারণে ধৃত ব্যক্তিরা ভারতে এসেছিল এবং রাজারহাটকেই কেন থাকার জায়গা হিসেবে বেছে নিয়েছিল তারা তদন্ত করছে পুলিশ | সেইসঙ্গে প্রশ্ন উঠছে পরিচয় বদল নিয়েও | ধৃতদের লেকটাউনে যেখানে ঘুরতে দেখা যায় সেখানেই দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়ি | ফলে মন্ত্রীর বাড়িতে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা সে বিষয়ে উঠছে জোরালো প্রশ্ন |