Breaking News

রবিবাসরীয় লকডাউনে মানুষের মুখে হাসি ফুটল!বিনামূল্যে বিরিয়ানি খাওয়াল হুগলির কোন্নগর নবগ্রাম তৃণমূল যুব কংগ্রেস

প্রসেনজিৎ ধর, হুগলি :- এলাকার গরীব অসহায় মানুষদের মুখে হাসি আনতে বিনামূল্যে খাওয়ানো হল বিরিয়ানি | রবিবার এমনই উদ্যোগ নিতে দেখা গেল হুগলির কোন্নগর নবগ্রাম তৃণমূল যুব কংগ্রেসকে | করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে রাজ্য জুড়ে কার্যত চলছে লকডাউন | আর এবার করোনাকালে অভিনব উদ্যোগ দেখা গেল হুগলির কোন্নগর নবগ্রাম তৃণমূল যুব কংগ্রেসকে | রবিবার এলাকার গরীব মানুষদের হাতে বিরিয়ানির প্যাকেট তুলে দিলেন উত্তরপাড়ার নব নির্বাচিত তারকা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক|

মাননীয় মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় নবগ্রাম তৃণমূল যুব কংগ্রেসের ‘মা-মাটি-মানুষের রান্নাঘর’ এতদিন লকডাউনে বিনামূল্যে মানুষদের মাছ-ভাত, ডিম-ভাত, নিরামিষ-ভাত খাইয়েছে | এমনকি এলাকার পরিবারদের বিনামূল্যে সবজি প্রদানও করেছেন নবগ্রাম তৃণমূল যুব কংগ্রেসের নেতারা | আর এইবার বিরিয়ানির এই উদ্যোগে হাসি ফুটেছে এলাকার গরীব-দুঃখীদের মুখে | এদিন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক জানান মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ‘মা-মাটি-মানুষের রান্নাঘর’ লকডাউনে মানুষের পাশে দাঁড়াতে পেরে খুব আনন্দিত লাগছে | মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পেরে আপ্লুত কাঞ্চন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *