প্রসেনজিৎ ধর,হুগলি :- রবিবার কোন্নগরে এক অনুষ্ঠানে গিয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন তৃণমূলের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক কুনাল ঘোষ | বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের আশানুরূপ ফল হয়নি | আর তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারের সমালোচনা করে ৩৫৬ ধারা জারি করার কথা বলেছেন | আর এদিন শুভেন্দুর নাম না করে কুনাল ঘোষ বলেন,’বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজয় মানতে পারছে না যার জন্যেই তারা ৩৫৬ ধারার কথা বলে বেড়াচ্ছেন| এই কোভিড পরিস্থিতিতে তাদের এই চক্রান্ত মানুষ মেনে নেবে না ওদের নখ দাঁত বেরিয়ে পড়েছে যা মানুষ ভালোভাবে বুঝে গেছে |’আজ কোন্নগরে এক রক্তদান শিবিরে এসে এইভাবে প্রতিক্রিয়া জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ |এদিন কুনাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস তথা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর|
এদিন কুনাল ঘোষ আরও বলেন এখন তারা পরাজয় হজম করতে না রাজ্য সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগে চক্রান্ত শুরু করেছে পুনর্গণনার জন্য হাইকোর্টে যাওয়ার কথা বলছে | এদিন দলত্যাগীদের উদ্দেশ্যে কুনাল ঘোষ বলেন,’একদিন যারা চার্টার্ড প্লেনে দিল্লি গিয়েছিলেন নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হয়ে পরে পুরনো দলে ফিরতে চাইছেন | তবে দলে কাদের নেওয়া হবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের শীর্ষ নেতৃত্ব | মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে সাধারণ তৃণমূলের কর্মীদের মনে আঘাত করে | যারা তৃণমূল থেকে গিয়ে গদ্দারি করে বিজেপির ঝান্ডা ধরে তৃণমূল এবং নেত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিল তাদের নেওয়ার সম্ভবনা নেই|’নাম না করে রাজীব বন্দোপাধ্যায়ের কথাই এদিন বললেন কুণাল ঘোষ | ফল ঘোষণার পর থেকেই রাজীবের তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ ঘিরে জল্পনা চলছে | কিন্তু, তৃণমূলে রাজীবকে ফেরানো হবে কিনা তা এখন বড়সড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে | এই প্রেক্ষিতে নাম না করে রাজীবের প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র তথা সাধারণ সম্পাদক কুনাল ঘোষ |