প্রসেনজিৎ অধিকারী, হাওড়া :- সাঁতরাগাছিতে এক রেলকর্মীর ফ্ল্যাট লক্ষ্য করে গুলি চলল | এই শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে | কেউ আহত না হলেও আতঙ্ক ছড়িয়েছে আবাসনে | নিউটাউনে এনকাউন্টারের ঘটনার পর এবার সাঁতরাগাছির এক ফ্ল্যাটে চলল গুলি | এক রেল কর্মীর ফ্ল্যাটে ঢুকে দু’ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা | শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁতরাগাছি থানার বাকসাড়া ঝিলপাড় এলাকায় | পুলিশের প্রাথমিক অনুমান, ওই রেলকর্মীকে খুনের চেষ্টা করা হয়েছিল | এস.কে.বেহরা নামে ওই রেলকর্মী সাঁতরাগাছি থানার বাকসাড়া ঝিলপাড় এলাকার একটি আবাসনের ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন | তাঁর অভিযোগ,এদিন সকাল সাতটা নাগাদ ফ্ল্যাটে ঢুকে দু’ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা | যদিও এই গুলি চালনার ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি | তবে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীরা|এক স্থানীয় বাসিন্দার কথায়, শান্তিপূর্ণ হিসাবেই এই এলাকা পরিচিত | হঠাৎ করে গুলি চালনার ঘটনায় সকলেই আতঙ্কিত | স্থানীয় সূত্রে খবর, ওই আবাসনটির নাম স্যাংচুয়ারি ভিউ |
তার তিন তলায় থাকেন এস.কে.বেহরা নামে এক রেলকর্মী | খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁতরাগাছি থানার পুলিশ | এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ |কে বা কারা গুলি চালালো? কেন গুলি চালালো? তা নিয়ে ধন্দে পুলিশ | রেলের কাজ পাওয়াকে কেন্দ্র করেই এই ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে | কিছুদিন আগে তাঁকে যে ভয় দেখানো হচ্ছে বেহরা আগেই পুলিশে অভিযোগ করেছিলেন | একটি বিশেষ গ্যাং এই ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে | বর্তমানে ওই রেলকর্মীর পরিবার ও আবাসনের লোকজনের সঙ্গে কথা বলে গুলিকাণ্ডের সূত্র খোঁজার চেষ্টা করা হচ্ছে | এলাকার সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে | নিউটাউনের এনকাউন্টার কাণ্ডের পর ফের সাঁতরাগাছির আবাসনে গুলি চলার ঘটনায় আরও একবার বড়সড় প্রশ্নচিহ্নের মুখে আবাসনের নিরাপত্তা।