Breaking News

রিষড়ার ওয়েলিংটন জুট মিল খোলার দাবিতে রবিবার বিক্ষোভ দেখাল তিনটি শ্রমিক ইউনিয়ন !পুলিশের আশ্বাসে ওঠে বিক্ষোভ

প্রসেনজিৎ ধর, হুগলি :- গত ফেব্রুয়ারি মাস থেকে বন্ধ হয়ে আছে রিষড়ার ওয়েলিংটন জুট মিল | রবিবার জুট মিল খোলার দাবিতে বিক্ষোভ দেখাল জুট মিলের তিনটি শ্রমিক ইউনিয়ন এআইটিইউসি,সিআইটিইউ,আই এনটিইউসি | ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ আসেন | আর্থিক সঙ্কটের কারণে বেশি দামে কাঁচা পাট কিনতে অপারগ হওয়া, কম উৎপাদন এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের একাংশের অসহযোগিতার কারণ দেখিয়ে বিধানসভা ভোটের মুখে গত ২৭ ফেব্রুয়ারি মিলে ‘সাসপেনশন ওব ওয়ার্ক’-এর নোটিস ঝুলিয়েছিলেন কর্তৃপক্ষ | তাতে শ্রমিকরা বেকায়দায় পড়েন | এরপরে বেশ কয়েকটি ত্রিপাক্ষিক বৈঠক নিষ্ফলা হয় | ফেব্রুয়ারি মাস থেকে প্রায় বন্ধ হয়ে রয়েছে | ফলে মানুষের কর্মসংস্থান যারা এই কারখানায় যুক্ত সেই কর্মীরা আজকে তুলছে নাভিশ্বাস | আর জুট মিল খোলার দাবিতে রবিবার তিনটি শ্রমিক ইউনিয়ন এআইটিইউসি,সিআইটিইউ,আই এনটিইউসি বিক্ষোভ দেখাল|

ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ আসেন |পুলিশের সাথে বচসায় জড়ান শ্রমিক ইউনিয়নের সদস্যরা।পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়| এশিয়ার সর্ববৃহৎ এই জুট মিল, যা ভারতের প্রথম স্থাপিত জুট মিল ১৮৫৪ সালে ব্রিটিশদের হাতে স্থাপিত হয় এই জুট মিল | ২০১৭ সাল থেকে শ্রমিক ইউনিয়ন ও পাটের সমস্যা এবং অর্থনৈতিক কারণে বহু টাকা ক্ষতিতে চলছে | অবশেষে ২০২১ এ গত ২৭ ফেব্রুয়ারি মিলে ‘সাসপেনশন ওব ওয়ার্ক’-এর নোটিস ঝুলিয়েছিলেন কর্তৃপক্ষ|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *