Breaking News

নিউ মার্কেটের ব্যবসায়ীর মৃত্যুরহস্যের কিনারা, পুলিশের জালে ২,সিরিয়াল দেখে খুনের ছক!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- ঝাড়খণ্ডের জামতাড়ায় কলকাতার ব্যবসায়ী খুনের ঘটনার কিনারা করে ফেলল লালবাজারের গুন্ডাদমন শাখা| রফি আহমেদ কিদওয়াই রোডের বাসিন্দা সইফ খানের (৩৮) খুনের ঘটনা গ্রেফতার করা হয়েছে তাঁরই দুই বন্ধুকে | ধৃতদের মধ্যে একজনের নাম আফতাব আলম | বুধবার দুপুরে জামতাড়া-মিহিজাম জাতীয় সড়ক লাগোয়া জঙ্গল থেকে সইফের গলা কাটা দেহ উদ্ধার হয়| জানা গিয়েছে, হিন্দি টেলিভিশনের অপরাধমূলক শো দেখে তাঁকে খুনের ছক কষেছিল তাঁর বন্ধুরা | প্রথমে তাঁকে ফোন করে ডাকা হয়েছিল | তারপর বিয়ারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়েছিল | সইফ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে | তাঁকে এক বন্ধুর গাড়ির ডিকির ভিতরে রাখা হয়| তারপরই গাড়ি নিয়ে ঝাড়খণ্ডের দিকে রওনা দেয় অভিযুক্তরা| দ্বিতীয় হুগলি সেতুর কাছে সইফের মোবাইল বন্ধ করে ফেলে দেওয়া হয় | ঝাড়খণ্ডের জামতারার মিহিজাম এলাকায় পৌঁছে সইফের গলা কেটে তাঁকে খুন করা হয়|
তাঁর দেহ জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয় | ভাবা হয়েছিল, এত দূরে নিয়ে সইফকে খুন করা হলে কেউ টের পাবে না| দেহ শনাক্ত হলেও মনে করা হবে ঝাড়খণ্ডেরই কোনও অপরাধী এই ঘটনা ঘটিয়েছে | এই ঘটনার তদন্তে নেমে একবালপুর থেকে মহম্মদ আফতাব আলম ও নাজরে আলম নামে দু’জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা| তদন্তকারীরা জানিয়েছেন, মহম্মদ সাইফ খানের কাছ থেকে ১৫ লক্ষ টাকা ধার নিয়েছিল ওই দুইজন | আর ৩-৪ লক্ষ টাকা শোধ করতে হত | জেরার ধৃতেরা স্বীকার করেছে, টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন | সেকারণেই ঘুমের ওষুধ খাইয়ে ঝাড়খণ্ডে নিয়ে গিয়ে ওই ব্যবসায়ীকে খুন করেছে| তারপর নিহতের গাড়ি নিয়ে ফিরে আসে কলকাতায়| অভিযুক্তদের ট্রানজিট রিমান্ডে পড়শি রাজ্যে নিয়ে গিয়েছে সেখানকার মিহিজাম থানার পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *