Breaking News

শহরবাসীর জন্য সুখবর,পুরসভার বাজেটে মিউটেশনে লাগবে না কোনওরকম ‘ফি’!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতাবাসীর জন্য দারুণ খবর | এবার থেকে সম্পত্তি মিউটেশনে দিতে হবে না কোনও ফি | শনিবার কলকাতা পুরসভার তরফে এমনই ঘোষণা করা হয় | মিউটেশন সংক্রান্ত যাবতীয় ফি-তে ছাড় পাবেন পুরবাসী | শনিবার পুরসভার বাজেট পর্বে ঘোষণা করেন মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম | এবার থেকে মিউটেশন করতে গেলে কিংবা সার্টিফিকেট তৈরিতে যে টাকা লাগত তা আর দিতে হবে না দু’টি মিলিয়ে মোট ২০০ টাকা লাগত | সেই টাকা আর দিতে হবে না | নির্বাচন কমিশনের অনুমতির অপেক্ষা, তারপরই বেজে যাবে পুরভোটের দামামা | তবে নির্বাচনের আগে কলকাতার পুরবাজেটে বড় ঘোষণা করলেন মুখ্য পুরপ্রশাসক ফিরহাদ হাকিম | মিউটেশন বাবদ ১০০ টাকা এবং প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা মিলিয়ে মোট ২০০ টাকা লাগত | কিন্তু এবার থেকে সেটা আর দিতে না | মিউটেশন ফি মকুবের ঘোষণা হয়েছিল আগেই | এবার মিউটেশন সংক্রান্ত আরও কয়েকটি ফি-তেও ছাড় দিল কলকাতা পুরসভা | মিউটেশন সার্টিফিকেট তোলার ক্ষেত্রেও কোনও আলাদা ফি দিতে হবে না | পুজোর আগে রাজ্যে বিধানসভার উপ-নির্বাচন নিয়ে এখনও সংশয় রয়েছে | কারণ কমিশনের সবুজ সংকেত পেলে, তবেই সাতটি আসনে উপ-নির্বাচন হবে | তারপর পুরসভার নির্বাচন হওয়ার কথা | সব ঠিক থাকলে চলতি বছরই হতে পারে নির্বাচন | সেদিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিল পুরপ্রশাসক মণ্ডলী| শনিবার পুরপ্রশাসক মণ্ডলী অন্তর্বর্তীকালীন বাজেটে এই সিদ্ধান্ত নেন মুখ্য পুরপ্রশাসক |পাশাপাশি কলকাতা শহরের পানীয় জলের সমস্যা মেটাতে পুরবাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে | গত বছরের তুলনায় পানীয় জল প্রকল্পে ২১০ কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে | কলকাতায় পানীয় জলের সমস্যা নিয়ে বহুদিনের অভিযোগ শহরবাসীর | পুরভোটকে সামনে রেখেই এসব জনমুখী সিদ্ধান্ত বলে মনে করেছে ওয়াকিবহাল মহল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *