প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের শিক্ষা দফতর-সহ একাধিক ক্ষেত্রে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সেই আবহে এবার মন্ত্রীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | ব্রাত্য বসুকে আজ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁকে সাফ বলেন, ‘নিয়োগ কমিটির অনুমতি ছাড়া স্থায়ী বা অস্থায়ী কোনও ধরনের নিয়োগই যেন না হয়।’নবান্ন সূত্রে খবর, এদিন পর্যালোচনা বৈঠক থেকে মুখ্যমন্ত্রী সমস্ত নিয়োগের ক্ষেত্রেই এই নির্দেশ দিয়েছেন। তবে যেহেতু শিক্ষা দফতরেই নিয়োগ দুর্নীতির সবথেকে বেশি অভিযোগ উঠেছে, তাই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেই বিশেষ করে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে কোনও নিয়োগের ক্ষেত্রে প্রতিটি দফতরের নির্দিষ্ট কমিটির থেকে অনুমতি নিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিভিন্ন দফতরের মন্ত্রী–সহ আধিকারিকরা যোগ দিয়েছিলেন। সেখানেই শিক্ষামন্ত্রীকে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বৈঠকে বলেন, ‘নিয়োগ কমিটির সুপারিশ ছাড়াই বহু পদে নিয়োগের অভিযোগ উঠেছে। সুপারিশ কমিটির সদস্যরাও গ্রেফতার হয়েছেন। তাই এবার স্থায়ী বা অস্থায়ী যে কোনও নিয়োগে কোনও ফাঁক রাআ যাবে না।’ পঞ্চায়েত নির্বাচনের আগে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন দপ্তরের মন্ত্রী-সহ উপস্থিত ছিলেন পদস্থ আধিকারিকরা। সেই বৈঠকেই শিক্ষামন্ত্রীকে সতর্ক করেন মমতা। ইতিপূর্বে নিয়োগ কমিটির সুপারিশ ছাড়াই বহু পদে নিয়োগের অভিযোগ উঠেছে। এমনকী, সুপারিশ কমিটির সদস্যরাও গ্রেফতার হয়েছেন। তাই এবার স্থায়ী বা অস্থায়ী যে কোনও নিয়োগে কোনও ফাঁক রাখতে রাজি নন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ভূমি থেকে রাজস্ব বৃদ্ধিরও নির্দেশ দিয়েছেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal