দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতার দুর্গা পুজো ইউনেস্কো সন্মান বা হেরিটেজ তকমা পাওয়ার পর প্রথম রেড রোড কার্নিভাল ছিল আজ ।সময় অনুযায়ীই শুরু হয় কলকাতা মেগা কার্নিভাল ২০২২। কার্নিভালে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং সল্টলেকের মোট ৯৯ টি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করবে। থিমের সঙ্গে সাযুজ্য রেখে বিভিন্ন পুজো কমিটির তরফে ট্যাবলো সাজানো হয়েছে। একের পর এক সেই ট্যাবলো এবং প্রত্যেক পুজো কমিটির পারফরমেন্সে সেজে উঠল রেড রোড। কাঁসর-করতাল-ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী, সেই সঙ্গে নাচের তালে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কার্নিভাল শুরু করতে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে রেড রোডের দিকে কিছুটা এগিয়ে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সঙ্গেও। অনুষ্ঠানের সূচনা হয় মুখ্যমন্ত্রীর লেখা গানে দীক্ষামঞ্জরীর নৃত্য পরিবেশনের মাধ্যমে।আদিবাসী রমণীদের সঙ্গে গানের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে অংশ নিয়েছিল উত্তর কলকাতার রামমোহন সম্মিলনী। তাঁরা এ বারের কার্নিভালের থিম সাজিয়েছিল জঙ্গলমহলকে কেন্দ্র করে। থিমের নাম দেওয়া হয়েছিল, জঙ্গলকন্যা। থিম জঙ্গলকন্যায় সজ্জিত রামমোহন সম্মিলনীর সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম থেকে আসা মহিলা শিল্পীরা। তাঁদের নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। সেখানেই নাচে অংশ নেন মমতা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিধায়ক অদিতি মুন্সি, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিকদের দেখা গেলেও দেখা মিলল না নুসরত জাহান ও মিমি চক্রবর্তীদের মতো সাংসদদের। প্রতিবারের মতো এবারেও মঞ্চে দেখা গেল বহু টেলিভিশন তারকাদের। ঋত্বিকা সেন, তৃণা সাহা, জুন মালিয়াদের মতো টেলিভিশন তারকাদেরও দেখা গেল কার্নিভালের মঞ্চে। দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির ট্যাবলোর সামনে হাঁটতে দেখা গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়কেও। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী তাঁদের উপস্থাপনাকে এ ভাবে স্বীকৃতি দেওয়া খুশি রামমোহন সম্মিলনী পুজো কমিটির কর্তারা। তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই পুজোর অন্যতম উদ্যোক্তা।থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যাবলো সাজিয়েছে চেতলা অগ্রণী, সিংহী পার্ক, চক্রবেড়িয়া, বাবুবাগান, দমদম তরুণ দল, কলেজ স্কোয়ারের মতো পুজো কমিটিরা। শ্রীভূমির ট্যাবলোর সঙ্গে কার্নিভালে নাচ করতে দেখা গেল অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটিকে। ঢাকের বাদ্যি, গরবা নাচ, ধামসা-মাদল সব মিলে মিশে গিয়েছে পুজোর কার্নিভালে। সব মিলিয়ে রঙিন হয়ে উঠছে পুজোর কার্নিভাল। শুক্রবার মণ্ডপেই ৪৩ ফুটের প্রতিমা বিসর্জন দিয়েছে উত্তরের টালা প্রত্যয়। তবে তারা কার্নিভালের জন্য তৈরি করেছে একটি ফাইবারের প্রতিমা। গুজরাতের গরবা নাচ প্রদর্শন করেছে চক্রবেড়িয়া সর্বজনীন। বিশ্ব বাংলা সেরার সেরা পুরস্কারপ্রাপ্ত দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গোৎসব কমিটির ট্যাবলোও ছিল থিম মাফিক। কার্নিভাল দেখতে রেড রোডে ভিড় করেন হাজার হাজার মানুষ। সেকারণে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচলও। নিরঞ্জনের গাড়ি বাদে সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল রেড রোড চত্বরে।