দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ডাক্তারি পড়ুয়ারাদের ঘেরাওয়ে আটকে ছিলেন কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষসহ বিভাগীয় প্রধানরা। প্রায় ৩৪ ঘণ্টা পর ঘেরাওমুক্ত হলেন তাঁরা। মঙ্গলবার মধ্যরাতে সাংবাদিক সম্মেলন করে ডাক্তারি পড়ুয়ারা জানিয়ে দেন, তাঁরা আপাতত ঘেরাও তুলে নিচ্ছেন। তবে একই সঙ্গে এ নিয়ে আজ দুপুর দুটোর মধ্যে কর্তৃপক্ষকে নির্বাচন নিয়ে তারা সিদ্ধান্ত নিতে বলেছেন। দাবি না মানা হলে আমরণ অনশনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ডাক্তারি পড়ুয়ারা।কলকাতা মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সোমবার দুপুর থেকে ঘেরাও কর্মসূচি নিয়েছিল ছাত্র-ছাত্রীরা। মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিট নাগাদ ঘেরাও তুলে নেয় পড়ুয়ারা। তবে ঘেরাও তুলে নিলেও আগামী ২২ তারিখে নির্বাচনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ঘোষণা না করলে দুপুর দুটো থেকে ফের আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছে তারা। ঘেরাও তুলে নিয়ে বুধবার আন্দোলনকারী পড়ুয়ারা জানান, ‘আমাদের “সম্মানীয়” অথোরিটিকে যথাযোগ্য সম্মানের সাথে আমরা জানিয়ে এসেছি তারা চাইলেই প্রিন্সিপাল রুম থেকে চলে যেতে পারেন তাদের আর বাধা দেওয়া হবে না।’ শুধু অনশনের হুমকি দেওয়া নয়, অনশনের ফলে কোন পড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তার সম্পূর্ণ দায় কলেজ কর্তৃপক্ষের বলে হুঁশিয়ারি দিয়েছে তারা | অন্যদিকে কলেজ কর্তৃপক্ষের তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, আমরা পড়ুয়াদের প্রতি সহানুভূতিশীল। চিকিৎসা পরিষেবা ব্যাহত না রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে বলে পড়ুয়াদের কাছে আবেদন জানিয়েছে তারা।