Breaking News

অসুস্থতার কথা বলেও মিলল না রেহাই,ইডি-র মামলায় পার্থ-অর্পিতাকে ১ মাসের জন্য জেলে পাঠাল আদালত!

প্রসেনজিৎ ধর, কলকাতা :-শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় পার্থ ও অর্পিতাকে ফের জেল হেফাজতে পাঠাল আদালত। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই মামলায় তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।অন্যদিকে, টেট দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকেও একমাসের জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক। শনিবার ভার্চুয়ালি পার্থ ও অর্পিতাকে আদালতে পেশ করে ইডি। সেখানে পার্থ নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে জামিন দেওয়ার জন্য বিচারককে অনুরোধ করেন। অর্পিতাও নিজের শারীরিক অসুস্থতার কথা জানান। সঙ্গে জেলের পরিষেবা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যদিও সেসবে কান দেননি বিচারক। দুজনকেই ১ মাসের জন্য জেল হেফাজতে পাঠিয়েছেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রেসিডেন্সি জেলে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বন্দি রয়েছেন আলিপুর সেন্ট্রাল জেলে। গ্রেফতারির পর থেকেই শারীরিক কারণ দেখিয়ে আদালতের কাছে জামিনের আবেদন করে আসছেন পার্থ। কিন্তু এখনও সেই আবেদনে সাড়া দেয়নি আদালত।মানিক ভট্টাচার্যকে এদিন আদালতে পেশ করা হলে তাঁর আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জামিনের আবেদন জানান। তাতেও ইডি বিরোধিতা করে। সেই শুনানিও ৭ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারক। অর্থাৎ পার্থ-অর্পিতার মতো তাঁকেও আপাতত একমাস জেলে থাকতে হবে। এদিন তিনি নিজের উপনয়ন ও শীতবস্ত্র চেয়ে আবেদন করেন। তা দেওয়া হবে কিনা, জানা যায়নি।মানিক ভট্টাচার্যকে এদিন আদালতে পেশ করা হলে তাঁর আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত জামিনের আবেদন জানান। তাতেও ইডি বিরোধিতা করে। সেই শুনানিও ৭ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারক। অর্থাৎ পার্থ-অর্পিতার মতো তাঁকেও আপাতত একমাস জেলে থাকতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *