Breaking News

প্রাথমিকে পাকাপাকিভাবে চাকরি গেল আরও ৩ জনের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে আরও ৩ জনকে পাকাপাকিভাবে শিক্ষকের পদ থেকে বরখাস্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর ফলে মোট ২৫৬ জনকে পাকাপাকি বরখাস্ত করলেন তিনি। আদালতের সামনে নিজেদের নিয়োগের স্বচ্ছতা প্রমাণ করতে না পারায় বরখাস্ত করা হয়েছে তাদের। ২৬৮ জনের মধ্যে এখনো পর্যন্ত চাকরি বাঁচাতে পেরেছেন মাত্র ২ জন।শিক্ষক নিয়োগ মামলায় প্রচুর দুর্নীতির অভিযোগে তপ্ত রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে। গত ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৬৮ জনকে বরখাস্ত করা হয়েছিল। তাও হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই।

২৩ ডিসেম্বরের শুনানিতে বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষকদের হলফনামা খতিয়ে দেখে প্রথম দফায় তাঁদেরই ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এঁদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।পরবর্তীতে দু’দফায় ১৪৬ জন ও ৬১ জন শিক্ষকের আবেদনের শুনানি হয়। তাঁদের নথি খতিয়ে দেখে প্রথমে ১৪০ জন ও পরে আরও ৩ শিক্ষকের চাকরি বাতিল করে আদালত। এদিকে ৬১ জনের মধ্যে চাকরি হারান ৫৯ জন। সোমবার আরও ৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা আদালত। ফলে মোট চাকরি বাতিল হল ২৫৮ জনের।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *