প্রসেনজিৎ ধর,হুগলী :- স্বামী বিবেকানন্দর ১৬১ তম জন্মদিবস উপলক্ষে দেশ জুড়ে পালিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান | বাদ যায় নি আমাদের রাজ্যে | আমাদের রাজ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো বিবেকানন্দর জন্মদিন |
উত্তরপাড়া যুব তৃণমূল ও উত্তরপাড়া ছাত্র পরিষদের উদ্যোগে আজ পালিত হলো ১৬১ তম বিবেকানন্দর জন্মদিবস |
উত্তরপাড়া এলাকার বেশ কিছু পথ চলতি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এছাড়া বসিয়ে দুপুরের খাবার খাওয়ানো হয়।
বিবেকানন্দর ছবিতে মাল্যদান করেন উত্তরপাড়ার যুব তৃণমূল সভাপতি শুভদীপ মুখার্জি (পাপ্পু)তিনি বলেন বিবেকানন্দর জন্মদিন মানে আমরা সবাই জানি যুব দিবস তাই বেশি করে যুবদের স্বাস্থ্য পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয় তিনি আরো বলেন বিবেকানন্দ মানেই ত্যাগের প্রতীক তাই আমরা ত্যাগ করা শিখেছি |
প্রতি বছর আমরা এই দিন টা পালন করে থাকি আগামী দিনেও আমরা এই দিন টা পালন করবো | উপস্থিত ছিলেন উত্তরপাড়া পৌরসভার একাধিক কাউন্সিলর |
Hindustan TV Bangla Bengali News Portal