দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দীর্ঘদিন ধরে কলেজগুলোতে ছাত্র সংসদদের নির্বাচন হয়নি। একাধিক কলেজে দাবি উঠছে ছাত্র সংসদ নির্বাচনের। এই পরিস্থিতি বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, আপাতত পঞ্চায়েত নির্বাচন অগ্রাধিকার রাজ্য সরকারের। তার পরেই রাজ্যের সব কলেজে ছাত্র সংসদ নির্বাচন হবে। যাদবপুর, প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো রাজ্যের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংগঠনগুলি ছাত্রভোটের দাবিতে বারবার সরব হয়েছে। এমনকি যাদবপুরের পড়ুয়ারা ছাত্র ভোটের দাবিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দৃষ্টি আকর্ষণও করেছিল।
গত ডিসেম্বর মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপাল যোগ দিলে সেখানে রাজ্যের সাংবিধানিক প্রধানের সামনে ছাত্র ভোটের দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ। ছাত্র ভোটের বিষয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, এ বিষয়ে আলোচনা করতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে সময় চেয়েছেন। তাঁর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তের কথা জানাবেন বলে জানিয়েছিলেন ব্রাত্য। তবে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এখনও কথা হয়নি। তবে পঞ্চায়েত নির্বাচনের পরে ছাত্র ভোট করা হবে বলে আশ্বাস দেন তিনি।মন্ত্রীর বলেন, ‘হয়তো সব বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে ভোট হবে হবে না। একদিনে দক্ষিণবঙ্গে হল। আবার এক দিন উত্তরবঙ্গে। আবার পশ্চিমাঞ্চলে একদিনে। পঞ্চায়তে ভোটের পর এইভাবে ছাত্র সংসদের ভোট করে ফেলা হবে। ‘