Breaking News

প্রাথমিকে নিয়োগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রাথমিক স্কুলে নিয়োগ প্রক্রিয়ায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ । মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ২৯ সেপ্টেম্বর ২০২২ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তি দিয়েছিল তা খারিজ করে দিয়েছেন।

গত বছর ২৯ সেপ্টেম্বর এক নির্দেশিকায় প্রাথমিক শিক্ষা সংসদ জানিয়েছিল ২০২০ – ২০২২ শিক্ষাবর্ষে ডিএলএড পাঠরতরাও চলতি নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। প্রশিক্ষণ শেষ না হলেও নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবে তারা।এই নির্দেশিকাকে চ্যালেঞ্চ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীদের একাংশ। তাদের দাবি, ২০১৬র বিধি অনুসারে প্রশিক্ষণ শেষ না হলে কেউ নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু এই মামলায় সংসদের পক্ষেই রায় দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে স্পষ্ট জানিয়ে দেয়, প্রাথমিক শিক্ষা সংসদের ওই নির্দেশিকা সম্পূর্ণ অবৈধ। এর ফলে চলতি নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না ২০২০ – ২২ শিক্ষাবর্ষের পড়ুয়ারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *