Breaking News

কোন্নগর নিখিলবঙ্গ নববর্ষ উৎসব সমিতির আয়োজিত অঞ্চলভিত্তিক যোগাসন ও দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা হয়ে গেলো!

প্রসেনজিৎ ধর:- পয়লা বৈশাখ কে বরণ করে নিলো বাঙালি|শুধু বরণ না সাথে ছিলো বিভিন্ন অনুষ্ঠান | পয়লা বৈশাখ কে বরণ করে মেতে উঠল কোন্নগরবাসী | শুধুমাত্র কোন্নগরবাসী বললে ভুল হবে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিলেন কানাইপুর-খরিয়াল সহ নবগ্রামবাসী | অনেক পুরাতন ও ঐতিহ্যমন্ডিত অনুষ্ঠান এটি,প্রত্যেক বছরের মতো এবারো পয়লা বৈশাখের দিনই হয়ে ছিলো |

এবারের অনুষ্ঠানটির মূল কেন্দ্রবিন্দু ছিল অঞ্চল ভিত্তিক যোগাসন ও দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা | সারা বছরের পরিশ্রম যেন সফলতা খোঁজে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে| দুশোর বেশি ছাড়িয়ে গেছিল প্রতিযোগির সংখ্যা |

সঙ্গে নজর কেড়েছে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় | বিচারক রা এই দুশো যোগাসন প্রতিযোগীদের মধ্যে থেকে বেছে নিয়েছেন এবারের যোগ্য “যোগকুমার”(১৪৩০) ও যোগ্যা”যোগকুমারী” কে (১৪৩০) | অপরদিকে দেহসৌষ্ঠব প্রতিযোগিদের মধ্যে থেকে বেছে নেন এবারের যোগ্য “কোন্নগর- শ্রী” ১৪৩০ কে |

এদিনের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোন্নগর পৌরসভার পৌরপিতা স্বপন কুমার দাস, ইণ্টারন্যাশানাল বডি বিল্ডিং এর অন্যতম বিচারক শ্রী অরুপ শিকদার,বিশিষ্ট সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, উত্তরপারা থানার আইসি শ্রী পার্থ শিকদার, সহ নানান বিশিষ্ট ব্যক্তিবর্গ | বাংলা নববর্ষের দিন কোন্নগরে মনসাতলা ব্যায়াম মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল নবগ্রাম-কানাইপুর-কোন্নগর ও খরিয়াল অঞ্চলের এই মিলিত উৎসব| এবারের এই উৎসবের আয়োজক ছিলেন কোন্নগর নিখিলবঙ্গ নববর্ষ উৎসব সমিতি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *