Breaking News

দক্ষিণ কলকাতার বেসরকারি স্কুলে অঘটন!প্রার্থনা চলাকালীন হঠাৎ সংজ্ঞাহীন,মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রীর, তদন্তে পুলিশ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- স্কুলে প্রার্থনা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ছাত্রীর। বৃহস্পতিবার সকালে কলকাতার এলগিন রোডের একটি স্কুলের ঘটনা। ১৪ বছরের ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যান শিক্ষকরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।এলগিন রোডের নামী ইংরাজি মাধ্যম স্কুল সেন্ট জনে পড়ত ছাত্রী| বৃহস্পতিবারও অন্যান্য দিনের মতো সে নির্দিষ্ট সময়ে স্কুলে গিয়েছিল। সকাল ৯টা নাগাদ স্কুলে প্রার্থনা চলছিল। হঠাৎ শোনা যায়, এক ছাত্রী প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে পড়েছে।

ছাত্রীটি প্রার্থনার মাঝেই সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা জানান, হাসপাতালে আসার আগেই ছাত্রীর মৃত্যু হয়েছে।এর পর স্কুলের তরফে ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।পুলিশকেও পুরো বিষয়টি জানান স্কুল কর্তৃপক্ষ। ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ ।প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই ছাত্রী হৃদ্‌রোগে আক্রান্ত হয়। কিন্তু পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না। আকস্মিক এই ঘটনায় ভেঙে পড়েছেন ছাত্রীর পরিবারের সদস্যরা। স্তব্ধ সহপাঠীরাও। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত ছাত্রীর পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ছাত্রীর পরিবারের এক সদস্য বলেন, “স্কুল থেকে একটা ফোন এসেছিল, বলল ও অসুস্থ। স্কুলের টিচাররাই হাসপাতালে ভর্তি করেন। আমরা যখন হাসপাতালে আসলাম তখন ওর নার্ভ চলছিল, শ্বাস নিচ্ছিল, হঠাৎ কী হল জানি না।”
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *