Breaking News

‘কালীঘাটের কাকু’র স্বাস্থ্য সংক্রান্ত নথিপত্র নিয়ে এসএসকেএমের সুপারকে তলব ইডির!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চূড়ান্ত উদ্যোগ শুরু করল ইডি | সেজন্য সুজয়কৃষ্ণের শরীরিক অবস্থা জানতে এসএসকে এম হাসপাতালের সুপারকে তলব করল ইডি | বুধবার তাঁর বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও সশরীরে হাজিরা দেননি তিনি। বদলে ইমেলে ইডি আধিকারিকদের প্রয়োজনীয় নথি পাঠিয়েছেন তিনি।চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরেই এসএসকেএমের হাসপাতালে রয়েছেন সুজয়। ইডি সম্ভবত জানতে চায়, তার এখনও আরও কতটা চিকিৎসার প্রয়োজন? আপাতত কেমন আছেন তিনি? সম্ভবত সেই জন্যই ‘কালীঘাটের কাকু’র চিকিৎসা সংক্রান্ত বিশদ রিপোর্ট নিয়ে এসএসকেএম হাসপাতালের সুপারকে আসতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।এর আগেও বহুবার সুজয়কে দেখতে হাসপাতালে গিয়েছেন ইডির গোয়েন্দারা। তদন্তের প্রয়োজনে ‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের নমুনাও তাঁরা সংগ্রহ করেছেন তাঁরা। তবে এ বার আর এসএসকেএমে যাননি তাঁরা। বদলে ডেকে পাঠিয়েছেন সুপারকেই।নিয়োগ দুর্নীতির মামলায় ‘কালীঘাটের কাকু’-র জড়িত থাকার প্রমাণ তাঁদের হাতে রয়েছে বলে আগেও জানিয়েছে ইডি। ইডি সূত্রে এ-ও জানা গিয়েছিল যে, তাঁর মাধ্যমেই বহু টাকার হাতবদল হয়েছে। সেই সূত্রেই গ্রেফতার করা হয়েছিল সুজয়কে। কিন্তু হেফাজতে থাকাকালীন সুজয়ের স্ত্রী-র মৃত্যু হয়। প্যারোলে বেরনোর পর তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্যই দীর্ঘ দিন এসএসকেএম হাসপাতালে রয়েছেন তিনি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *